১৮তম নিবন্ধন প্রিলিমিনারি টেস্ট [স্কুল পর্যায় — ২] 18th Nibondhon Preliminary Exam [School-2]
১৮তম নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষা [স্কুল পর্যায় — ২]
পরীক্ষার তারিখ: ১৫.০৩.২০২৪
সময়: ১ ঘণ্টা | পূর্ণমান: ১০০
সেট নম্বর: ১ | বিষয় কোড: ২০০
[ সঠিক উত্তর সিলেক্ট করুন। এরপর এই পেজের একদম নিচে Show Result বাটনে ক্লিক করে ফলাফল দেখুন। ফলাফল বাটনটির নিচেই দেখাবে। ]
০১. চলিত রীতিতে সর্বনাম ও ক্রিয়া কেমন হয়?
০২. কোনো অংশ বাদ দিতে চাইলে কোন চিহ্ন বসবে?
০৩. কোন বানানটি শুদ্ধ?
০৪. ‘Memorandum’-এর পরিভাষা কী?
০৫. সাধু ও চলিত রীতির শব্দ একই বাক্যে ব্যবহার করলে তাকে কি বলে?
০৬. ‘আমড়াগাছি করা’ কি বুঝাতে ব্যবহার করা হয়?
০৭. হাইফেন কোথায় বসে?
০৮. ‘Look before you leap’–এর সঠিক অনুবাদ কোনটি?
০৯. ‘সর্বনাশ’ অর্থে কোন বাগধারাটি যথোপযুক্ত?
১০. নিচের কোন বাক্যটি শুদ্ধ?
১১. ‘অনাথ’–এর স্ত্রীলিঙ্গ কী?
১২. ‘যে নারীর হাসি পবিত্র’– তাকে কী বলে?
১৩. ‘দেখা যায়নি যা’–
১৪. ‘আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে?’ –বাক্যে ‘রাঘবে’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
১৫. ‘তিলে তেল আছে’– কোন কারকে কোন বিভক্তি?
১৬. ‘কুন্তল’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
১৭. ‘আত্মজা’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
১৮. ‘ভূত’ শব্দের বিপরীতার্থক শব্দ কী?
১৯. ‘সন্ধি’ শব্দের অর্থ কী?
২০. ‘সতীশ’ শব্দের সন্ধি বিচ্ছেদ কী হবে?
২১. ‘মাতা’ সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
২২. ‘কর পল্লবের ন্যায়’– ব্যাসবাক্যটি কোন সমাস?
২৩. ‘জন্মান্ধ’ কোন সমাস?
২৪. ‘বর্ধমান’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
২৫. ‘অনাবিল’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
২৬. Translate the sentence into English – ‘‘তার সব চেষ্টাই ব্যর্থ হলো’’
২৭. Being ‘down to earth’ means –
২৮. We should respect our teacher. (Imperative)
২৯. Man hardly believes a liar, ________?
৩০. Verb form of the word ‘apology’ is –
৩১. A person whose head is in the clouds is –
৩২. Curd is made- milk.
৩৩. It is high time we (change) our food habit. Here the correct form of verb is–
৩৪. The idiom ‘bring to book’ means–
৩৫. We eat to live. (complex)
৩৬. He behaved as though he everything.
৩৭. Too many cooks spoil the–
৩৮. The antonym of 'Honorary' is–
৩৯. Put the right word in the blank. "Не reached the ________ of his literary career."
৪০. No one can________ that he is clever.
৪১. ‘‘ভাসা ভাসা পড়ায় কাজ হবে না’’। The correct English translation of the sentence is-
৪২. ‘Tooth and nail’ means-
৪৩. Antonym for ‘Adieu’ is–
৪৪. Which poet is known as the ‘‘Poet of Nature’’?
৪৫. He said that he was innocent. (simple)
৪৬. I am looking forward to________you.
৪৭. He lives ________ honest means.
৪৮. The new job offer was alluring. Here ‘alluring’ means–
৪৯. The main objective of a ‘conjunction’ is–
৫০. Reza ran fast lest he________ the train.
৫১. দুটি সংখ্যার অনুপাত ৫:৬ এবং তাদের গ.সা.গু ৪ হলে সংখ্যা দুটির ল.সা.গু কত?
৫২. ১০টি সংখ্যার যোগফল ৩৮০। এদের প্রথম ৪ টির গড় ৪০ এবং শেষ ৫ টির গড় ৩০ হলে ৫ম সংখ্যাটি কত?
৫৩. রিতু ও সিতু একটি কাজ একত্রে ৮ দিনে করতে পারে। তারা ৬ দিন কাজ করার পর সিতু চলে গেল। কাজটির কত অংশ বাকি থাকবে?
৫৪. পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের তিন গুণ। 5 বছর পূর্বে পিতার বয়স, পুত্রের বয়সের চারগুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?
৫৫. একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ১০ বার ঘুরে। চাকাটি ৫ সেকেন্ডে কত ডিগ্রি ঘুরে?
৫৬. ৪টি আপেল ২০ টাকায় কিনে ৩০ টাকায় বিক্রি করলে কত শতাংশ লাভ হয়?
৫৭. ৪টি দ্রব্য ৫ টাকায় ক্রয় করে, ১৬ টি দ্রব্য কত টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে?
৫৮. a³ + 3√3 এর উৎপাদক নিচের কোনটি?
৫৯. * এর সাথে কত যোগ করলে যোগফল y × (1 + y) হয়?
৬০. log49 7 + log√7 এর মান কত?
৬১. যদি x - 1 = 2x + 1, তাহলে x এর মান কত?
৬২. 4(a + b), 10(a – b) এবং 12(a² – b²) এর গ. সা. গু কত?
৬৩. দুটি সংখ্যার যোগফল, তাদের বিয়োগফলের দ্বিগুণ। সংখ্যা দুটির অনুপাত কত?
৬৪. একটি বৃত্তের ব্যাসার্ধ 17 সে: মি: হলে এর পরিধি কত?
৬৫. p + q = √3 এবং p - q = √2 হলে, pq = কত?
৬৬. 35 বর্গ সেঃ মি: ক্ষেত্রফলবিশিষ্ট একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সে: মি: এবং প্রস্থ (x - 2) সে: মি: হলে, x এর মান কত?
৬৭. একটি কোণের 4 গুণ 180° হলে, তার সম্পূরক কোণ কত?
৬৮. দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 119 হলে, ছোট সংখ্যাটি কত?
৬৯. একটি রেখাংশের উপর অঙ্কিত বর্গক্ষেত্র ঐ রেখাংশের এক তৃতীয়াংশের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের কত গুণ?
৭০. 5 = 1 হলে, p এর মান কত?
৭১. একটি খাড়া খুঁটি মাটি থেকে 5 মিটার উপরে ভেঙ্গে বিচ্ছিন্ন না হয়ে অন্যপ্রান্ত ভূমিতে 5 মিটার দূরত্বে স্পর্শ করলে, খুঁটিটির উচ্চতা কত?
৭২. একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্যের দ্বিগুণ 6 একক হলে, এর কর্ণের দৈর্ঘ্যের দ্বিগুণ কত একক?
৭৩. কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি কত হবে?
৭৪. নাজিম ২ বছরের জন্য ৩০০ টাকা এবং ৫ বছরের জন্য ৫০০ টাকা ঋণ নিল এবং মোট ১৫৫ টাকা সুদ দিল। উভয় ক্ষেত্রে সুদের হার সমান হলে, সুদের হার কত ছিল?
৭৫. x + y = 3, x² + y² = 5 হলে, x³ + y² = ?
৭৬. বাংলাদেশের একমাত্র পাহাড়বিশিষ্ট -
৭৭. বন-জঙ্গল ধ্বংস করার ফলে বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে?
৭৮. বাংলাদেশের আবাদী জমির কতটুকুতে ধানের চাষ হয়?
৭৯. নিম্নলিখিত কোন জেলায় জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম?
৮০. বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি হলো-
৮১. রাষ্ট্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান হলো-
৮২. প্রথম ডিজিটাল জনশুমারী ও গৃহ গণনা অনুযায়ী দেশের মোট উপজেলা কয়টি?
৮৩. পদ্মা সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেনের বাণিজ্যিক চলাচল শুরু হয় কবে?
৮৪. দেশের প্রথম 'এলিফ্যান্ট ওভারপাস' কোথায় অবস্থিত?
৮৫. ২০২৩ সালের বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরি করেন কে?
৮৬. একাদশ জাতীয় সংসদের শেষ অধিবেশন শুরু হয় কখন?
৮৭. জন্ম ও মৃত্যু নিবন্ধনের শর্টকোড কোনটি?
৮৮. শেখ মুজিবুর রহমান 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত হন কবে?
৮৯. “প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা" বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে?
৯০. দেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত?
৯১. কোনটি নবায়নযোগ্য সম্পদ?
৯২. কোন প্রযুক্তিটি চতুর্থ শিল্প বিপ্লবের সাথে সম্পৃক্ত নয়?
৯৩. বজ্রবৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের কোন খাদ্য উপাদান বৃদ্ধি পায়?
৯৪. 'V-20' গ্রুপ কীসের সাথে সম্পর্কিত?
৯৫. কোন দেশটি এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত নয়?
৯৬. 'পালাউ' দেশটি কোন মহাদেশে অবস্থিত?
৯৭. ২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে?
৯৮. বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) বাংলাদেশকে কোন রোগ মুক্ত ঘোষণা করেছে?
৯৯. টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGS) কয়টি?
১০০. বাংলাদেশ স্কয়ার কোথায় অবস্থিত?