১৮তম নিবন্ধন প্রিলিমিনারি টেস্ট [স্কুল পর্যায় — ২] 18th Nibondhon Preliminary Exam [School-2]

১৮তম নিবন্ধন প্রিলিমিনারি টেস্ট [স্কুল পর্যায় — ২] 18th Nibondhon Preliminary Exam [School-2]

১৮তম নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষা [স্কুল পর্যায় — ২]

পরীক্ষার তারিখ: ১৫.০৩.২০২৪

সময়: ১ ঘণ্টা | পূর্ণমান: ১০০

সেট নম্বর: ১ | বিষয় কোড: ২০০

[ সঠিক উত্তর সিলেক্ট করুন। এরপর এই পেজের একদম নিচে Show Result বাটনে ক্লিক করে ফলাফল দেখুন। ফলাফল বাটনটির নিচেই দেখাবে। ]

০১. চলিত রীতিতে সর্বনাম ও ক্রিয়া কেমন হয়?

  • দীর্ঘ
  • অতিদীর্ঘ
  • সংক্ষিপ্ত
  • অপরিবর্তিত

০২. কোনো অংশ বাদ দিতে চাইলে কোন চিহ্ন বসবে?

  • কমা
  • কোলন
  • সেমিকোলন
  • ত্রিবিন্দু

০৩. কোন বানানটি শুদ্ধ?

  • আশীষ
  • শিরচ্ছেদ
  • দ্বন্দ্ব
  • মু্মুর্ষু

০৪. ‘Memorandum’-এর পরিভাষা কী?

  • পরীক্ষাগার
  • গণসংযোগ
  • স্মারকলিপি
  • অবতরণ

০৫. সাধু ও চলিত রীতির শব্দ একই বাক্যে ব্যবহার করলে তাকে কি বলে?

  • গুরুদোষ
  • লঘুদোষ
  • মিশ্রদোষ
  • গুরুচণ্ডালী

০৬. ‘আমড়াগাছি করা’ কি বুঝাতে ব্যবহার করা হয়?

  • অযথা তর্ক করা
  • অযথা রাগারাগি করা
  • অযথা তোষামোদ
  • অযথা আলসেমি করা

০৭. হাইফেন কোথায় বসে?

  • দুই বাক্যের সংযোগ দেখাতে
  • দুই শব্দের সংযোগ দেখাতে
  • বাক্যে উদ্ধৃতি প্রয়োগ করতে
  • উক্তি বা প্রত্যুক্তি বোঝাতে

০৮. ‘Look before you leap’–এর সঠিক অনুবাদ কোনটি?

  • লাফ দেওয়ার আগে তাকাও
  • ভাবিয়া করিও কাজ
  • দেখে তারপর লাফ দাও
  • আকাশকুসুম ভাবিও না

০৯. ‘সর্বনাশ’ অর্থে কোন বাগধারাটি যথোপযুক্ত?

  • ভরাডুবি
  • রাবণের চিতা
  • জগদ্দল পাথর
  • শাপেবর

১০. নিচের কোন বাক্যটি শুদ্ধ?

  • অশ্রুজলে চোখ ভেসে গেলো।
  • সৎ চরিত্রের লোক সকলের প্রিয়।
  • অঙ্ক কষিতে ভুল করিওনা।
  • আমি ঘটনাটি চাক্ষুষ প্রত্যক্ষ করেছি।

১১. ‘অনাথ’–এর স্ত্রীলিঙ্গ কী?

  • অনার্থীনি
  • অনাথিনী
  • অনাথি
  • নাথবতী

১২. ‘যে নারীর হাসি পবিত্র’– তাকে কী বলে?

  • সুচিস্মিতা
  • শুচিস্মিতা
  • সুহাসিনী
  • সুহাস্য

১৩. ‘দেখা যায়নি যা’–

  • অদৃষ্ট
  • অদৃশ্য
  • অদৃষ্টপূর্ব
  • অদেখা

১৪. ‘আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে?’ –বাক্যে ‘রাঘবে’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

  • করণে সপ্তমী
  • অপাদানে সপ্তমী
  • কর্মে সপ্তমী
  • অপাদানে শূন্য

১৫. ‘তিলে তেল আছে’– কোন কারকে কোন বিভক্তি?

  • অধিকরণে সপ্তমী
  • অপাদানে সপ্তমী
  • অধিকরণে শূন্য
  • অপাদানে শূন্য

১৬. ‘কুন্তল’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

  • অংশু
  • কেশ
  • কুবলয়
  • কমল

১৭. ‘আত্মজা’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?

  • দুহিতা
  • পুত্র
  • তনয়া
  • কন্যা

১৮. ‘ভূত’ শব্দের বিপরীতার্থক শব্দ কী?

  • প্রেত
  • বর্তমান
  • ভবিষ্যৎ
  • অতীত

১৯. ‘সন্ধি’ শব্দের অর্থ কী?

  • সংক্ষেপণ
  • মিলন
  • একপদীকরণ
  • চিহ্ন

২০. ‘সতীশ’ শব্দের সন্ধি বিচ্ছেদ কী হবে?

  • সতি + ইশ
  • সতী + ঈশ
  • সতি + ঈশ
  • সতী + ইশ

২১. ‘মাতা’ সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?

  • মা + তৃচ/তা
  • মাতৃ + আ
  • মাত্ + আ
  • মাতা + আ

২২. ‘কর পল্লবের ন্যায়’– ব্যাসবাক্যটি কোন সমাস?

  • মধ্যপদলোপী কর্মধারয়
  • উপমিত কর্মধারয়
  • উপমান কর্মধারয়
  • অব্যয়ীভাব সমাস

২৩. ‘জন্মান্ধ’ কোন সমাস?

  • তৎপুরুষ
  • বহুব্রীহি
  • কর্মধারয়
  • অব্যয়ীভাব

২৪. ‘বর্ধমান’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?

  • বর্ষ + মান
  • বুদ্ধি + মান
  • বৃষ + মান
  • বর্ধন + মান

২৫. ‘অনাবিল’ শব্দের বিপরীত শব্দ কোনটি?

  • অননাবিল
  • আবিল
  • আবিলতা
  • অনাগত

২৬. Translate the sentence into English – ‘‘তার সব চেষ্টাই ব্যর্থ হলো’’

  • All his efforts ended in smoke.
  • All his efforts ended in the smoke.
  • All his efforts ended in a smoke.
  • All his efforts ended in smoking.

২৭. Being ‘down to earth’ means –

  • close to nature
  • hopeful
  • thrown to ground
  • realistic

২৮. We should respect our teacher. (Imperative)

  • Respect our teacher.
  • Let us respect our teacher.
  • We may not hate our teacher.
  • Our teacher should be respected.

২৯. Man hardly believes a liar, ________?

  • does he
  • doesn't he
  • are they
  • aren't they

৩০. Verb form of the word ‘apology’ is –

  • apological
  • apologise
  • apologify
  • enapology

৩১. A person whose head is in the clouds is –

  • proud
  • a day dreamer
  • an aviator
  • a philanthropist

৩২. Curd is made- milk.

  • of
  • by
  • in
  • with

৩৩. It is high time we (change) our food habit. Here the correct form of verb is–

  • change
  • changed
  • will change
  • should change

৩৪. The idiom ‘bring to book’ means–

  • Book written by a famous writer
  • Punish
  • Valueless person
  • Impose

৩৫. We eat to live. (complex)

  • We eat and want to live.
  • We eat so that we may live.
  • We eat so that we could live.
  • Although we eat, we live.

৩৬. He behaved as though he everything.

  • knows
  • knew
  • has known
  • had known

৩৭. Too many cooks spoil the–

  • lunch
  • juice
  • broth
  • food

৩৮. The antonym of 'Honorary' is–

  • honour
  • paid
  • monetary
  • respect

৩৯. Put the right word in the blank. "Не reached the ________ of his literary career."

  • abattoir
  • admonish
  • acme
  • penury

৪০. No one can________ that he is clever.

  • defy
  • denounce
  • admire
  • deny

৪১. ‘‘ভাসা ভাসা পড়ায় কাজ হবে না’’। The correct English translation of the sentence is-

  • Reading by fits and starts will not do.
  • Reading by a bird's eye view will not do.
  • Reading at a glance will not do.
  • Reading intermittently will not do.

৪২. ‘Tooth and nail’ means-

  • get by heart
  • try hard
  • go with heart
  • get hard

৪৩. Antonym for ‘Adieu’ is–

  • farewell
  • good bye
  • hello
  • valediction

৪৪. Which poet is known as the ‘‘Poet of Nature’’?

  • John Keats
  • William Wordsworth
  • W.B. Yeats
  • John Milton

৪৫. He said that he was innocent. (simple)

  • He said and he was innocent.
  • He was innocent so he said it.
  • That he was innocent was said by him.
  • He declared his innocence.

৪৬. I am looking forward to________you.

  • meet
  • meeting
  • met
  • meets

৪৭. He lives ________ honest means.

  • on
  • by
  • with
  • for

৪৮. The new job offer was alluring. Here ‘alluring’ means–

  • Unexpected
  • Tempting
  • Ordinary
  • Dreary

৪৯. The main objective of a ‘conjunction’ is–

  • To separate
  • To connect
  • To improve
  • To degrade

৫০. Reza ran fast lest he________ the train.

  • miss
  • missed
  • should miss
  • will miss

৫১. দুটি সংখ্যার অনুপাত ৫:৬ এবং তাদের গ.সা.গু ৪ হলে সংখ্যা দুটির ল.সা.গু কত?

  • ৯০
  • ১১০
  • ১২০
  • ১৩০

৫২. ১০টি সংখ্যার যোগফল ৩৮০। এদের প্রথম ৪ টির গড় ৪০ এবং শেষ ৫ টির গড় ৩০ হলে ৫ম সংখ্যাটি কত?

  • ৫০
  • ৬০
  • ৭০
  • ৮০

৫৩. রিতু ও সিতু একটি কাজ একত্রে ৮ দিনে করতে পারে। তারা ৬ দিন কাজ করার পর সিতু চলে গেল। কাজটির কত অংশ বাকি থাকবে?

  • ১/৪
  • ১/২
  • ১/৩
  • ৫/১২

৫৪. পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের তিন গুণ। 5 বছর পূর্বে পিতার বয়স, পুত্রের বয়সের চারগুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?

  • ৫৪ ও ১৮
  • ৪২ ও ১৪
  • ৪৫ ও ১৫
  • ৩৯ ও ১৩

৫৫. একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ১০ বার ঘুরে। চাকাটি ৫ সেকেন্ডে কত ডিগ্রি ঘুরে?

  • ৫০
  • ৩০০
  • ৩৬০
  • ৩০০০

৫৬. ৪টি আপেল ২০ টাকায় কিনে ৩০ টাকায় বিক্রি করলে কত শতাংশ লাভ হয়?

  • ৩৫%
  • ৫০%
  • ২০%
  • ৫৫%

৫৭. ৪টি দ্রব্য ৫ টাকায় ক্রয় করে, ১৬ টি দ্রব্য কত টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে?

  • ১০
  • ১১
  • ১২

৫৮. a³ + 3√3 এর উৎপাদক নিচের কোনটি?

  • a² + √3
  • a² + √3
  • a + √3
  • a - √3

৫৯. * এর সাথে কত যোগ করলে যোগফল y × (1 + y) হয়?

  • x
  • x(1 - y) y
  • y
  • 1 - x × 1

৬০. log49 7 + log√7 এর মান কত?

  • 2
  • 1
  • 2
  • 5 - 2 × 5

৬১. যদি x - 1 = 2x + 1, তাহলে x এর মান কত?

  • -4
  • 4
  • 3
  • 1

৬২. 4(a + b), 10(a – b) এবং 12(a² – b²) এর গ. সা. গু কত?

  • a - b
  • a + b
  • 12(a² - b²)
  • 2

৬৩. দুটি সংখ্যার যোগফল, তাদের বিয়োগফলের দ্বিগুণ। সংখ্যা দুটির অনুপাত কত?

  • 2:1
  • 3:1
  • 4:3
  • 3:2

৬৪. একটি বৃত্তের ব্যাসার্ধ 17 সে: মি: হলে এর পরিধি কত?

  • 17 π
  • 34 π
  • 26 π
  • 51 π

৬৫. p + q = √3 এবং p - q = √2 হলে, pq = কত?

  • 1
  • 2
  • 3
  • 2

৬৬. 35 বর্গ সেঃ মি: ক্ষেত্রফলবিশিষ্ট একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সে: মি: এবং প্রস্থ (x - 2) সে: মি: হলে, x এর মান কত?

  • 7
  • 5
  • -5
  • -7

৬৭. একটি কোণের 4 গুণ 180° হলে, তার সম্পূরক কোণ কত?

  • 10°
  • 110°
  • 120°
  • 160°

৬৮. দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 119 হলে, ছোট সংখ্যাটি কত?

  • 38
  • 59
  • 60
  • 78

৬৯. একটি রেখাংশের উপর অঙ্কিত বর্গক্ষেত্র ঐ রেখাংশের এক তৃতীয়াংশের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের কত গুণ?

  • ৩ গুণ
  • ৬ গুণ
  • ৯ গুণ
  • দ্বিগুণ

৭০. 5 = 1 হলে, p এর মান কত?

  • 0
  • 1
  • -5
  • 5

৭১. একটি খাড়া খুঁটি মাটি থেকে 5 মিটার উপরে ভেঙ্গে বিচ্ছিন্ন না হয়ে অন্যপ্রান্ত ভূমিতে 5 মিটার দূরত্বে স্পর্শ করলে, খুঁটিটির উচ্চতা কত?

  • 2√5
  • 5(1+√2)
  • 10
  • 5 + 2√5

৭২. একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্যের দ্বিগুণ 6 একক হলে, এর কর্ণের দৈর্ঘ্যের দ্বিগুণ কত একক?

  • 3
  • 3√2
  • 6/2
  • ৪√2

৭৩. কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি কত হবে?

  • 180°
  • 270°
  • 360°
  • 580°

৭৪. নাজিম ২ বছরের জন্য ৩০০ টাকা এবং ৫ বছরের জন্য ৫০০ টাকা ঋণ নিল এবং মোট ১৫৫ টাকা সুদ দিল। উভয় ক্ষেত্রে সুদের হার সমান হলে, সুদের হার কত ছিল?

  • ৪%
  • ৫%
  • ৫.৫%
  • ৬%

৭৫. x + y = 3, x² + y² = 5 হলে, x³ + y² = ?

  • 34
  • 9
  • 45
  • 54

৭৬. বাংলাদেশের একমাত্র পাহাড়বিশিষ্ট -

  • পাহাড়পুর
  • সেন্টমার্টিন
  • নিঝুমদ্বীপ
  • মহেশখালী

৭৭. বন-জঙ্গল ধ্বংস করার ফলে বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে?

  • CO
  • CO2
  • S₂O
  • CFC

৭৮. বাংলাদেশের আবাদী জমির কতটুকুতে ধানের চাষ হয়?

  • ৫০%
  • ৭০%
  • ৬০%
  • ৮০%

৭৯. নিম্নলিখিত কোন জেলায় জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম?

  • পটুয়াখালী
  • খাগড়াছড়ি
  • রাঙামাটি
  • বান্দরবান

৮০. বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি হলো-

  • ভাষা ও সংস্কৃতি
  • আঞ্চলিকতা
  • ধর্ম
  • রাজনীতি

৮১. রাষ্ট্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান হলো-

  • নির্দিষ্ট ভূখণ্ড
  • সরকার
  • জনসংখ্যা
  • সার্বভৌমত্ব

৮২. প্রথম ডিজিটাল জনশুমারী ও গৃহ গণনা অনুযায়ী দেশের মোট উপজেলা কয়টি?

  • ৪৮০টি
  • ৪৮৬টি
  • ৪৯০টি
  • ৪৯৫টি

৮৩. পদ্মা সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেনের বাণিজ্যিক চলাচল শুরু হয় কবে?

  • ১০ অক্টোবর ২০২৩
  • ১ নভেম্বর ২০২৩
  • ২৮ অক্টোবর ২০২৩
  • ৪ নভেম্বর ২০২৩

৮৪. দেশের প্রথম 'এলিফ্যান্ট ওভারপাস' কোথায় অবস্থিত?

  • লাংলোক, বান্দরবান
  • লোহাগাড়া, চট্টগ্রাম
  • সীতাকুণ্ড, চট্টগ্রাম
  • নলিতাবাড়ী, শেরপুর

৮৫. ২০২৩ সালের বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরি করেন কে?

  • সাকিব আল হাসান
  • মাহমুদুল্লাহ রিয়াদ
  • মুশফিকুর রহিম
  • লিটন দাস

৮৬. একাদশ জাতীয় সংসদের শেষ অধিবেশন শুরু হয় কখন?

  • ১৯ অক্টোবর, ২০২৩
  • ২২ অক্টোবর, ২০২৩
  • ২০ অক্টোবর, ২০২৩
  • ৩০ অক্টোবর, ২০২৩

৮৭. জন্ম ও মৃত্যু নিবন্ধনের শর্টকোড কোনটি?

  • ১৬১৫২
  • ১৬১০৬
  • ৯৯৯
  • ৩৩৩

৮৮. শেখ মুজিবুর রহমান 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত হন কবে?

  • ২ মার্চ ১৯৭০
  • ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯
  • ২৬ মার্চ ১৯৭১
  • ২৩ মার্চ ১৯৭১

৮৯. “প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা" বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে?

  • অনুচ্ছেদ-৭
  • অনুচ্ছেদ-৫
  • অনুচ্ছেদ-৩
  • অনুচ্ছেদ-১৩

৯০. দেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত?

  • ফেনী
  • চাঁদপুর
  • কক্সবাজার
  • পটুয়াখালী

৯১. কোনটি নবায়নযোগ্য সম্পদ?

  • প্রাকৃতিক গ্যাস
  • চুনাপাথর
  • বায়ু
  • কয়লা

৯২. কোন প্রযুক্তিটি চতুর্থ শিল্প বিপ্লবের সাথে সম্পৃক্ত নয়?

  • টেলিগ্রাফ
  • থ্রি-ডি প্রিন্টিং
  • রোবোটিক্স
  • আইওটি

৯৩. বজ্রবৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের কোন খাদ্য উপাদান বৃদ্ধি পায়?

  • পটাশিয়াম
  • অক্সিজেন
  • নাইট্রোজেন
  • ফসফরাস

৯৪. 'V-20' গ্রুপ কীসের সাথে সম্পর্কিত?

  • জলবায়ু পরিবর্তন
  • দারিদ্র বিমোচন
  • কৃষি উন্নয়ন
  • মানবাধিকার

৯৫. কোন দেশটি এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত নয়?

  • সিরিয়া
  • ইরাক
  • লিবিয়া
  • জর্দান

৯৬. 'পালাউ' দেশটি কোন মহাদেশে অবস্থিত?

  • এশিয়া
  • ইউরোপ
  • আফ্রিকা
  • ওশেনিয়া

৯৭. ২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে?

  • নার্গিস মোহাম্মদি
  • জন হিউম
  • ফ্রেদেরিক পার্সি
  • লিউ জিয়াওবো

৯৮. বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) বাংলাদেশকে কোন রোগ মুক্ত ঘোষণা করেছে?

  • পোলিও
  • কালাজ্বর
  • ফাইলেরিয়া
  • সবগুলো

৯৯. টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGS) কয়টি?

  • ১৭
  • ১৯
  • ১৮
  • ২১

১০০. বাংলাদেশ স্কয়ার কোথায় অবস্থিত?

  • সিয়েরালিওন
  • লাইবেরিয়া
  • সুদান
  • নাইজেরিয়া