৪৪তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট | 44th BCS Preliminary Exam

BCS Preliminary Test

৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা

পরীক্ষার তারিখ: ২৭.০৫.২০২২

সময়: ২ ঘণ্টা | পূর্ণমান: ২০০

সেট নম্বর: ১ | কোড: হেমন্ত

[ সঠিক উত্তর সিলেক্ট করুন। এরপর এই পেজের একদম নিচে Show Result বাটনে ক্লিক করে ফলাফল দেখুন। ফলাফল বাটনটির নিচেই দেখাবে। ]

০১. শুদ্ধ বানান কোনটি?

  • মুমুর্ষু
  • মূমুর্ষূ
  • মুমূর্ষু
  • মূমূর্ষু

০২. 'ইতরবিশেষ' বলতে বোঝায়—

  • দুর্বৃত্ত
  • চালাকি
  • পার্থক্য
  • অপদার্থ

০৩. নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির দৃষ্টান্ত কোনটি?

  • গো + অক্ষ = গবাক্ষ
  • পৌ+ অক = পাবক
  • বি + অঙ্গ = বঙ্গ
  • যতি + ইন্দ্র = যতীন্দ্র

০৪. নিচের কোন বাক্যটি প্রয়োগগত দিক থেকে শুদ্ধ?

  • আমি কারও সাতেও নেই, সতেরোতেও নেই।
  • আপনি স্বপরিবারে আমন্ত্রিত।
  • তার দু'চোখ অশ্রুতে ভেসে গেল।
  • সারা জীবন ভূতের মজুরি খেটে মরলাম

০৫. নিচের কোনটি যৌগিক বাক্য?

  • দোষ স্বীকার করলে তোমাকে শাস্তি দেওয়া হবে না।
  • তিনি বেড়াতে এসে কেনাকাটা করলেন।
  • মহৎ মানুষ বলে সবাই তাঁকে সম্মান করেন।
  • ছেলেটি চঞ্চল তবে মেধাবী।

০৬. ধ্বনি-পরিবর্তনের নিয়মে কোনটি বর্ণ-বিপর্যয়—এর দৃষ্টান্ত?

  • রতন
  • কবাট
  • পিচাশ
  • মুলুক

০৭. নিচের কোনটি 'অগ্নি'র সমার্থক শব্দ নয়?

  • বহ্নি
  • আবীর
  • বায়ুসখা
  • বৈশ্বানর

০৮. 'দেশের যত নদীর ধারা জল না, ওরা অশ্রুধারা।'— এই উক্তিটি নিচের কোন পারিভাষিক অলঙ্কার দ্বারা শোভিত?

  • অপহ্নুতি
  • যমক
  • অর্থোন্নতি
  • অভিযোজন

০৯. 'যথারীতি' কোন সমাসের দৃষ্টান্ত?

  • অব্যয়ীভাব
  • দ্বিগু
  • বহুব্রীহি
  • দ্বন্দ্ব

১০. 'মৃত্তিকা দিয়ে তৈরি'— কথাটি সংকোচন করলে হবে—

  • তন্ময়
  • মন্ময়
  • মৃন্ময়
  • চিন্ময়

১১. 'অর্ধচন্দ্র' কথাটির অর্থ—

  • অমাবস্যা
  • গলাধাক্কা দেওয়া
  • কাছে টানা
  • কাস্তে

১২. 'হরতাল' কোন ভাষা থেকে আগত শব্দ?

  • পর্তুগিজ
  • হিন্দি
  • গুজরাটি
  • ফরাসি

১৩. কোনটি 'জিগীষা'র সম্প্রসারিত প্রকাশ?

  • জানিবার ইচ্ছা
  • জয় করিবার ইচ্ছা
  • হনন করিবার ইচ্ছা
  • যুদ্ধ করিবার ইচ্ছা

১৪. নিচের কোনটি তৎসম শব্দ?

  • পছন্দ
  • হিসাব
  • ধূলি
  • শৌখিন

১৫. নিচের কোনটি বাংলা 'ধাতু'র দৃষ্টান্ত?

  • কহ্
  • কথ্
  • বুধ্
  • গঠ্

১৬. ইসলাম ও সুফিমতের প্রভাবে ভারতবর্ষে ঘটেছিল—

  • বর্ণবাদের পুনরুত্থান
  • রাষ্ট্রবিপ্লব
  • চিন্তাবিপ্লব
  • অভিবাসন বিপ্লব

১৭. 'চন্ডীমঙ্গল' কাব্যের উপাস্য 'চণ্ডী' কার স্ত্রী?

  • জগন্নাথ
  • বিষ্ণু
  • প্রজাপতি
  • শিব

১৮. 'শ্রীকৃষ্ণকীর্তন কাব্য' কোথা থেকে উদ্ধার করা হয়েছিল?

  • নেপালের রাজদরবার থেকে
  • গোয়ালঘর থেকে
  • পাঠশালা থেকে
  • কান্তজীর মন্দির থেকে

১৯. বিদ্যাপতি মূলত কোন ভাষার কবি ছিলেন?

  • মারাঠি
  • হিন্দি
  • মৈথিলি
  • গুজরাটি

২০. 'আমার সন্তান যেন থাকে দুধেভাতে।'— এই মনোবাঞ্ছাটি কার?

  • ভবানন্দের
  • ভাঁডুদত্তের
  • ঈশ্বরী পাটুনীর
  • ফুল্লরার

২১. নিচের কোন ব্যক্তি 'বুদ্ধির মুক্তি' আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না?

  • কাজী আবদুল ওদুদ
  • এস ওয়াজেদ আলি
  • আবুল ফজল
  • আবদুল কাদির

২২. 'মনোরমা' বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র?

  • কৃষ্ণকান্তের উইল
  • দুর্গেশনন্দিনী
  • মৃণালিনী
  • বিষবৃক্ষ

২৩. 'ব্যক্ত প্রেম' ও 'গুপ্ত প্রেম' কবিতা দুটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?

  • খেয়া
  • মানসী
  • কল্পনা
  • সোনার তরী

২৪. 'অভীক' রবীন্দ্রনাথের কোন গল্পের নায়ক?

  • নষ্টনীড়
  • নামঞ্জুর গল্প
  • রবিবার
  • ল্যাবরেটরি

২৫. 'সকলের তরে সকলে আমরা/প্রত্যেকে আমরা পরের তরে।' —কার রচিত পঙক্তি?

  • রজনীকান্ত সেন
  • কামিনী রায়
  • ইসমাইল হোসেন সিরাজী
  • দ্বিজেন্দ্রলাল রায়

২৬. 'খোকা' ও 'রঞ্জ' মাহমুদুল হক—এর কোন উপন্যাসের চরিত্র?

  • কালো বরফ
  • খেলাঘর
  • অনুর পাঠশালা
  • জীবন আমার বোন

২৭. সৈয়দ ওয়ালীউল্লাহর লেখা নাটক কোনটি?

  • কবর
  • বহিপীর
  • পায়ের আওয়াজ পাওয়া যায়
  • ওরা কদম আলী

২৮. মীর মশাররফ হোসেনের 'বিষাদসিন্ধু' একটি—

  • মহাকাব্য
  • ইতিহাস গ্রন্থ
  • উপন্যাস
  • ইতিহাস-আশ্রিত জীবনীগ্রন্থ

২৯. 'চাঁদের অমাবস্যা' উপন্যাসের যুবক-শিক্ষকের নাম—

  • আবদুল কাদের
  • আক্কাস আলী
  • খতিব মিয়া
  • আরেফ আলী

৩০. 'মরণ রে তুঁহু মম শ্যাম সমান।' পক্তিটির রচয়িতা—

  • বিদ্যাপতি
  • গোবিন্দদাস
  • রবীন্দ্রনাথ ঠাকুর
  • কৃষ্ণদাস কবিরাজ

৩১. 'আনোয়ারা' উপন্যাসের রচয়িতার নাম—

  • সৈয়দ মুজতবা আলী
  • কাজী আবদুল ওদুদ
  • নজিবর রহমান
  • রোকেয়া সাখাওয়াৎ হোসেন

৩২. নিচের কোন কাব্য কাজী নজরুল ইসলামের উদারনৈতিক ঐতিহ্যভাবনার ধারক?

  • বিষের বাঁশী
  • অগ্নিবীণা
  • সিন্ধু-হিন্দোল
  • চক্রবাক

৩৩. নিচের কোনটি বিশ শতকের পত্রিকা?

  • শনিবারের চিঠি
  • বঙ্গদর্শন
  • তত্ত্ববোধিনী
  • সংবাদ প্রভাকর

৩৪. নিচের কোনটি উপন্যাস নয়?

  • দিবারাত্রির কাব্য
  • শেষের কবিতা
  • পল্লী-সমাজ
  • কবিতার কথা

৩৫. 'বাঙালী ও বাঙলা সাহিত্য' গ্রন্থ কে রচনা করেছেন?

  • দীনেশচন্দ্র সেন
  • গোপাল হালদার
  • আহমদ শরীফ
  • সুকুমার সেন

৩৬. 'He prayeth best, who loveth best.'— Who said it?

  • John Milton
  • John Donne
  • Lord Byron
  • S.T. Coleridge

৩৭. The controlling sentence of a paragraph is known as—

  • content modulator
  • terminator
  • thesis statement
  • topic sentence

৩৮. Choose the correct comparative form of the sentence: 'Very few boys are as industrious as Zaman,'

  • Zaman is one of the most industrious boys.
  • Zaman is more industrious than most other bays.
  • Zaman is really industrious like other boys.
  • Zaman is as industrious as other boys.

৩৯. Identify the appropriate preposition: Your opinion is identical—mine.

  • for
  • in
  • with
  • by

৪০. 'Paradise Lost' attempted to—

  • justify the ways of man to God.
  • show that Satan and God have equal power.
  • justify the ways of God to man.
  • explain why both good and evil are necessary.

৪১. The synonym for 'panoramic' is—

  • scenice
  • narrow
  • limited
  • restricted

৪২. The antonym for 'slothful' is—

  • playful
  • sluggish
  • energetic
  • quarrelsome

৪৩. Alexander Pope's 'Essay on Man' is a —

  • novel
  • treatise
  • short story
  • poem

88. 'By and large' means—

  • everywhere
  • very large
  • mostly
  • far away

৪৫. Francis Bacon is an illustrious—

  • essayist
  • dramatist
  • novelist
  • journalist

৪৬. 'He could not win but learnt a lot.' Which part of speech is the word 'but'?

  • an adverb
  • a verb
  • an adjective
  • a conjunction

৪৭. Select the appropriate preposition: 'Are you doing anything special ______ the weekend?"

  • at
  • with
  • on
  • for

৪৮. What is the plural form of 'sheep'?

  • sheeps
  • sheep
  • sheepes
  • sheepses

৪৯. 'Sweet are the uses of adversity' is quoted from Shakespeare's—

  • Julius Caesar
  • Macbeth
  • Comedy of Errors
  • As You Like It

৫০. What is the verb form of the word 'ability'?

  • capable
  • inability
  • enable
  • unable

৫১. The word 'equivocation' refers to—

  • starting like an author
  • two contradictory things in the same statement
  • free expression of opinions
  • a true statement

৫২. 'Life's but a walking shadow, a poor player,
     That struts and frets his hour upon the stage,
     And then is heard no more,’
     These memorable lines in Shakespearean tragedy are spoken by—

  • Lady Macbeth
  • Banquo
  • Duncan
  • Macbeth

৫৩. Which of the following words is spelt correctly?

  • authoratative
  • autheritative
  • authoritative
  • authoratative

৫৪. Find out the active form of the sentence: "By whom can our country be saved?"

  • Who can save our country?
  • Our country has beer saved by who?
  • Who save our country?
  • Who will save our country?

৫৫. 'All changed, changed utterly:
     A terrible beauty is born.'
     This extract is taken from W.B. Yeats' poem titled—

  • No Second Troy
  • Easter 1916
  • The Second Coming
  • The Wild Swans at Coole

৫৬. Identify the correct passive form: 'Do not close the door,'

  • Let not the door close.
  • Let not the door be closed.
  • Let not the door close.
  • Let not door closed.

৫৭. The poetic drama 'Murder in the Cathedral' was written by —

  • Harold Pinter
  • G.B. Shaw
  • T. S. Eliot
  • Samuel Beckett

৫৮. 'All for Love' is a drama written by—

  • John Dryden
  • William Congreve
  • John Bunyan
  • Francis Bacon

৫৯. Sitting happily, the chicken laid eggs. The underlined part is a/an—

  • noun clause
  • subordinate clause
  • independent clause
  • coordinate clause

৬০. 'Caliban' is an important character from Shakespeare's—

  • The Tempest
  • Hamlet
  • Macbeth
  • Othello

৬১. What kind of noun is 'river'?

  • Material
  • Collective
  • Proper
  • Common

৬২. 'Oh, lift me as a wave, a leaf, a cloud!
     I fall upon the thorns of life! I bleed!’
      The extract is taken from P.B. Shelley's poem—

  • The Cloud
  • To a Skylark
  • Ode to the West Wind
  • Adonais

৬৩. Who wrote the short story 'The Ant and the Grasshopper?

  • Guy de Maupassant
  • W. Somerset Maugham
  • J. K. Rawlings
  • O'Henry

68. The word 'vital' is a/an—

  • noun
  • adverb
  • adjective
  • verb

৬৫. 'To get along with' means—

  • to adjust
  • to interest
  • to accompany
  • to walk

৬৬. 'Caesar and Cleopatra' is—

  • a tragedy by William Shakespeare
  • a poem by Lord Byron
  • a play by Bernard Shaw
  • a novel by ST. Coleridge

৬৭. Indentify the right tense: 'My father ______ before I came'.

  • would be leaving
  • had been leaving
  • had left
  • will leave

৬৮. Which of the following words is spelt incorrectly?

  • reminescence
  • glycerin
  • idiosyncrasy
  • lexicography

৬৯. Who wrote the picaresque novel titled ‘Tom Jones’?

  • Samuel Richardson
  • Horace Walpole
  • Henry Fieldingt
  • Laurence Sterne

৭০. The story of 'Moby Dick' centres on—

  • a mermaid
  • a whale
  • a crocodile
  • a shark

৭১. বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কী?

  • পুণ্ড্র
  • তাম্রলিপ্ত
  • গৌড়
  • হরিকেল

৭২. বাংলাদেশের বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল?

  • সমতট
  • পুণ্ড্র
  • বঙ্গ
  • হরিকেল

৭৩. কোন শাসকদের আমলে বাংলাভাষী অঞ্চল 'বাঙ্গালা' নামে পরিচিত হয়ে ওঠে?

  • মৌর্য
  • গুপ্ত
  • পাল
  • মুসলিম

৭৪. বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন?

  • শশাঙ্ক
  • মুর্শিদ কুলি খান
  • সিরাজউদ্দৌলা
  • আব্বাস আলী মীর্জা

৭৫. চীনদেশের কোন ভ্রমণকারী গুপ্তযুগে বাংলাদেশে আগমন করেন?

  • হিউয়েন সাং
  • ফা হিয়েন
  • আই সিং
  • এঁদের সকলেই

৭৬. বঙ্গভঙ্গের কারণে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল?

  • পূর্ববঙ্গ ও বিহার
  • পূর্ববঙ্গ ও আসাম
  • পূর্ববঙ্গ ও উড়িষ্যা
  • পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গ

৭৭. 'তমদ্দুন মজলিশ' কে প্রতিষ্ঠা করেন?

  • হাজী শরিয়তউল্লাহ
  • শেরে বাংলা এ কে ফজলুল হক
  • আবুল কাশেম
  • মওলানা আবদুল হামিদ খান ভাসানী

৭৮. 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি'—গানটি কে রচনা করেন?

  • মুনীর চৌধুরী
  • জহির রায়হান
  • আবদুল গাফ্ফার চৌধুরী
  • কাজী নজরুল ইসলাম

৭৯. কোন দেশ বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে?

  • লাইবেরিয়া
  • নামিবিয়া
  • হাইতি
  • সিয়েরা লিওন

৮০. বাঙালির মুক্তির সনদ 'ছয় দফা' কোন তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল?

  • ২১ ফেব্রুয়ারি ১৯৫৪
  • ২২ মার্চ ১৯৫৮
  • ২০ এপ্রিল ১৯৬২
  • ২৩ মার্চ ১৯৬৬

৮১. 'এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম' জাতির পিতা কবে এই ঘোষণা দেন?

  • ২৬ মার্চ ১৯৭১
  • ৭ মার্চ ১৯৭১
  • ৩ মার্চ ১৯৭১
  • ১৬ ডিসেম্বর ১৯৭১

৮২. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কতজন মুক্তিযোদ্ধাকে 'বীর বিক্রম' খেতাবে ভূষিত করা হয়?

  • ৭ জন
  • ৬৮ জন
  • ১৭৫ জন
  • ৪২৬ জন

৮৩. মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন?

  • তাজউদ্দিন আহমেদ
  • এ এইচ এম কামারুজ্জামান
  • সৈয়দ নজরুল ইসলাম
  • এম মনসুর আলী

৮৪. কোনটি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ নয়?

  • ব্যথার দান
  • দোলনচাঁপা
  • শিউলি মালা
  • সোনার তরী

৮৫. UNESCO কত তারিখে ২১ ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে স্বীকৃতি দেয়?

  • ১৮ নভেম্বর ১৯৯৯
  • ১৭ নভেম্বর ১৯৯৯
  • ১৯ নভেম্বর ২০০১
  • ২০ নভেম্বর ২০০১

৮৬. বাংলাদেশের সংবিধানের রক্ষক কে?

  • জাতীয় সংসদ
  • শাসন বিভাগ
  • সুপ্রিম কোর্ট
  • আইন মন্ত্রণালয়

৮৭. বাংলাদেশে জুম চাষ কোথায় হয়?

  • বান্দরবান
  • ময়মনসিংহ
  • রাজশাহী
  • দিনাজপুর

৮৮. বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে?

  • চট্টগাম
  • সিলেট
  • পঞ্চগড়
  • মৌলভীবাজার

৮৯. 'ধর্মীয় স্বাধীনতা' বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে অন্তর্ভুক্ত?

  • অনুচ্ছেদ ৩৮
  • অনুচ্ছেদ ৫০
  • অনুচ্ছেদ ৪১
  • অনুচ্ছেদ ১০০

৯০. বাংলাদেশে প্রথম আদমশুমারি (জনগণনা) কবে অনুষ্ঠিত হয়?

  • ১৯৭২ সালে
  • ১৯৭৩ সালে
  • ১৯৭৪ সালে
  • ১৯৭৫ সালে

৯১. বাংলাদেশের জিডিপি (GDP)—তে কোন খাতের অবদান সবচেয়ে বেশি?

  • কৃষি
  • শিল্প
  • বাণিজ্য
  • সেবা

৯২. ২০২০-২০২১ অর্থবছরে জিডিপি (GDP) প্রবৃদ্ধির হার কত?

  • ৫.৬৮%
  • ৯.৯৪%
  • ৭.৬৬%
  • ৬.৯৪%

৯৩. বিশ্বব্যাংক কবে বাংলাদেশকে নিম্ন-মধ্যম আয়ের দেশ হিসেবে তালিকাভুক্ত করে?

  • ১ জুন ২০১৪
  • ১ জুন ২০১৫
  • ১ জুলাই ২০১৫
  • ১ জুলাই ২০১৬

৯৪. বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ কী ধরনের স্যাটেলাইট হবে?

  • কমিউনিকেশন স্যাটেলাইট
  • ওয়েদার স্যাটেলাইট
  • আর্থ অবজারভেশন স্যাটেলাইট
  • ন্যাভিগেশন স্যাটেলাইট

৯৫. কোনো নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সংবিধানের কোন অনুচ্ছেদের বিধান অনুযায়ী তিনি মামলা করতে পারেন?

  • ৪৪
  • ৪৭
  • ১০২
  • ১০৩

৯৬. বাংলাদেশের সরকার পদ্ধতি—

  • এককেন্দ্রিক
  • যুক্তরাষ্ট্রীয়
  • রাজতন্ত্র
  • রাষ্ট্রপতিশাসিত

৯৭. BSTI—এর অভিব্যক্তি কী?

  • Bangladesh Salt Testing Institute
  • Bangladesh Strategic Training Institute
  • Bangladesh Standards and Testing Institution
  • Bangladesh Society for Telecommunication and Information

৯৮. বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা—

  • ২০
  • ৪৮
  • ২৫
  • ৩২

৯৯. নিম্নের কোন পত্রিকাটির প্রকাশনা উপলক্ষ্যে রবীন্দ্রনাথ ঠাকুর আশীর্বাণী পাঠিয়েছিলেন?

  • সবুজপত্র
  • শনিবারের চিঠি
  • কল্লোল
  • ধূমকেতু

১০০. বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা আছে?

  • ২টি
  • ৩টি
  • ৪টি
  • ৫টি

১০১. ২০২২ সালে কোন দেশ জাতিসংঘের শান্তিস্থাপন কমিসনের সভাপতি নির্বাচিত হয়?

  • যুক্তরাষ্ট্র
  • সুইজারল্যান্ড
  • বাংলাদেশ
  • ভারত

১০২, কোন দেশ থেকে 'আরব বসন্ত'—এর সূচনা হয়?

  • মিসর
  • তিউনিসিয়া
  • লিবিয়া
  • সিরিয়া

১০৩. কোন সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে?

  • ২০১০
  • ২০১২
  • ২০১৪
  • ২০১৬

১০৪. কোথায় ঐতিহাসিক ট্রয় নগর অবস্থিত?

  • ইতালি
  • গ্রিস
  • তুরস্ক
  • ফ্রান্স

১০৫. ক্ষুদ্রতম মহাদেশ :

  • অস্ট্রেলিয়া
  • ইউরোপ
  • আফ্রিকা
  • দক্ষিণ আমেরিকা

১০৬. কোথায় আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট অবস্থিত?

  • টোকিও
  • ম্যানিলা
  • ভারত
  • নেপাল

১০৭. কোথায় ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক অবস্থিত?

  • লন্ডন
  • প্যারিস
  • ব্রাসেলস
  • ফ্রাঙ্কফুর্ট

১০৮. যুক্তরাষ্ট্রের ৪৫-তম প্রেসিডেন্ট কে ছিলেন?

  • রিচার্ড নিক্সন
  • বিল ক্লিনটন
  • কেনেডি
  • ডোনাল্ড ট্রাম্প

১০৯. TIFA এর পূর্ণরূপ কী?

  • Trade for International Finance Agreement
  • Trade and Investment Framework Agreement
  • Treaty for International Free Area
  • Trade and Investment form America

১১০. ভারত কর্তৃক সিকিম সংযুক্ত হয়—

  • ১৯৭০
  • ১৯৭২
  • ১৯৭৫
  • ১৯৭৭

১১১. ২০২২ সালে G-20 শীর্ষ বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়?

  • সিঙ্গাপুর
  • জাকার্তা
  • ম্যানিলা
  • বালি

১১২. চীন-ভারত যুদ্ধ কত সালে সংঘটিত হয়?

  • ১৯৫৯
  • ১৯৬০
  • ১৯৬২
  • ১৯৬৩

১১৩. পৃথিবীর গভীরতম স্থান :

  • ম্যারিয়ানা ট্রেঞ্চ
  • ডেড সী
  • বৈকাল হ্রদ
  • লোহিত সাগর

১১৪. ‘বেল্ট অ্যান্ড রোড’ কার্যক্রম শুরু হয় :

  • ২০০০ সাল
  • ২০০১ সাল
  • ২০১৩ সাল
  • ২০১৬ সাল

১১৫. ‘বান্দা আচেহ’ কোথায় অবস্থিত?

  • ইন্দোনেশিয়া
  • থাইল্যান্ড
  • ফিলিপাইন
  • কম্বোডিয়া

১১৬. ফেসবুকের সদর দপ্তর কোথায় অবস্থিত?

  • সিয়াটল
  • ক্যালিফোর্নিয়া
  • ওয়াশিংটন
  • নিউইয়র্ক

১১৭. ‘ভিক্টোরিয়া ডিজার্ট’ কোথায় অবস্থিত?

  • কানাডা
  • পশ্চিম আফ্রিকা
  • নর্থ আমেরিকা
  • অস্ট্রেলিয়া

১১৮. কোনটি প্রাচীন সভ্যতা?

  • গ্রিস
  • মেসোপটেমিয়া
  • রোম
  • সিন্ধু

১১৯. তিব্বত একটি-

  • উপত্যকা
  • উপদ্বীপ
  • দ্বীপ
  • মরুভূমি

১২০. ‘Elephant Pass’ অবস্থিত—

  • থাইল্যান্ড
  • দক্ষিণ আফ্রিকা
  • শ্রীলঙ্কা
  • মালয়েশিয়া

১২১. কোন দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়?

  • সাইপ্রাস
  • আলজেরিয়া
  • ইস্টোনিয়া
  • মাল্টা

১২২. কোন নদীটির উৎপত্তিস্থান বাংলাদেশ?

  • কর্ণফুলি
  • নাফ
  • মেঘনা
  • হালদা

১২৩. পানিতে দ্রবীভূত অক্সিজেন কোথায় অবস্থান করে?

  • পানির উপরিভাগে
  • পানির মধ্যভাগে
  • পানির আন্তঃআণবিক স্থানে
  • পানির তলদেশে

১২৪. গ্রীন হাউস গ্যাসের কোন গ্যাস বর্তমানে বৃদ্ধি পাচ্ছে না?

  • কার্বন ডাই-অক্সাইড
  • মিথেন
  • সিএফসি
  • নাইট্রাস অক্সাইড

১২৫. বাংলাদেশে সিডর কখন আঘাত হানে?

  • ১৫ নভেম্বর ২০০৭
  • ১৬ নভেম্বর ২০০৭
  • ১৭ নভেম্বর ২০০৭
  • ১৮ নভেম্বর ২০০৭

১২৬. বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল?

  • ১৫০ নটিক্যাল মাইল
  • ২০০ নটিক্যাল মাইল
  • ২৫০ নটিক্যাল মাইল
  • ৩০০ নটিক্যাল মাইল

১২৭. নিচের কোনটি বাংলাদেশের সর্ববৃহৎ গ্যাসক্ষেত্র?

  • বাখরাবাদ
  • হরিপুর
  • তিতাস
  • হবিগঞ্জ

১২৮. ভূমিকম্প সংঘটন বিন্দুর সরাসরি উপরে ভূপৃষ্ঠস্থ বিন্দুকে বলে-

  • ফোকাস
  • এপিসেন্টার
  • ফ্রাকচার
  • ফল্ট

১২৯. বিশ্বব্যাপী নিচের কোন অর্থনৈতিক খাত থেকে সবচাইতে বেশি গ্রিন হাউস গ্যাস নির্গত হয়?

  • পরিবহন
  • বিদ্যুৎ ও তাপ উৎপাদন
  • ভবন নির্মাণ
  • শিল্প

১৩০. উত্তর গোলার্ধে ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের বায়ু প্রবাহিত হয়-

  • ঘড়ির কাঁটার দিকে
  • ঘড়ির কাঁটার বিপরীতে
  • সোজা
  • কোনোটিই সঠিক নয়

১৩১. নিচের কোনটি চার্লসের সূত্র?

  • V ∝ T
  • PV = K
  • V ∝ n
  • P ∝ T

১৩২. সোডিয়াম ক্লোরাইড (NaCl) কেলাসের গঠন কীরূপ?

  • পৃষ্ঠতল-কেন্দ্রিক ঘনকাকৃতির
  • দেহ-কেন্দ্রিক ঘনকাকার
  • সংঘবদ্ধ-ঘনকাকার
  • সংঘবদ্ধ ষড়কৌণিক আকার

১৩৩. নিচের কোনটি প্রাইমারি দূষক?

  • SO3
  • N2O5
  • NO
  • HNO3

১৩৪. HPLC এর পূর্ণরূপ কী?

  • High Pressure Liquid Chromatography
  • High Power Liquid Chromatography
  • High Plant Liquid Chromatography
  • High Performance Liquid Chromatography

১৩৫. নিচের কোনটি সিরামিক উপাদানের প্রধান কাঁচামাল?

  • SiO2
  • Na2CO3
  • Fe2O3
  • NaNO3

১৩৬. সানস্ক্রিন লোশন তৈরিতে কোন ন্যানো পার্টিকেল ব্যবহৃত হয়?

  • Na2O
  • ZnO
  • Al2O3
  • CuO

১৩৭. মানুষের দেহকোষে ক্রোমোজমের সংখ্যা –

  • ৪৪ টি
  • ৪২ টি
  • ৪৬ টি
  • ৪৮ টি

১৩৮. সুষম খাদ্যে শর্করা, আমিষ ও চর্বিজাতীয় খাদ্যের অনুপাত?

  • ৪ : ১ : ১
  • ৪ : ২ : ২
  • ৪ : ২ : ৩
  • ৪ : ৩ : ২

১৩৯. মানুষের শরীরের রক্তের গ্রুপ কয়টি?

  • চারটি
  • পাঁচটি
  • তিনটি
  • দুইটি

১৪০. আর্সেনিকের পারমাণবিক সংখ্যা কত?

  • ৩৩
  • ৩৮
  • ৩৬
  • ৪৪

১৪১. উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কী?

  • ট্যাকোমিটার
  • অ্যালটিমিটার
  • ওডোমিটার
  • অডিওমিটার

১৪২. টেলিভিশনে যে তরঙ্গ ব্যবহৃত হয় –

  • রেডিও ওয়েভ
  • অবলোহিত রশ্মি
  • আল্ট্রা ভায়োলেট
  • দৃশ্যমান রশ্মি

১৪৩. অণুজীব বিজ্ঞানের জনক কে?

  • রবার্ট কক্
  • লুইস পাস্তুর
  • এডওয়ার্ড জেনার
  • এন্টনি ভন লিউয়েন হুক

১৪৪. বাতাস একটি –

  • ডায়াচুম্বকীয় পদার্থ
  • প্যারাচুম্বকীয় পদার্থ
  • ফেরোচুম্বকীয় পদার্থ
  • অ্যান্টিফেরোচুম্বকীয় পদার্থ

১৪৫. বিশ্বব্রহ্মাণ্ডের সবচেয়ে বেশি গ্যাসটি হল –

  • অক্সিজেন
  • কার্বন ডাই-অক্সাইড
  • নাইট্রোজেন
  • হাইড্রোজেন

১৪৬. GPU-এর পূর্ণরূপ কী?

  • Graph Processing Unit
  • Graphic Processing Unit
  • Graphics Processing Unit
  • Geographical Processing Unit

১৪৭. নিচের কোনটি ALU-এর আউটপুট রাখার জন্য ব্যবহৃত হয়?

  • Register
  • ROM
  • Flags
  • Output Unit

১৪৮. DBMS-এর পূর্ণরূপ কী?

  • Data Backup Management System
  • Database Management Service
  • Database Management System
  • Data of Binary Management System

১৪৯. 2 কিলোবাইট মেমোরি address করার জন্য কতটি address লাইন দরকার?

  • 10
  • 11
  • 12
  • 14

১৫০. (2FA)16 এই হেক্সাডেসিমেল সংখ্যাটিকে অক্টালে রূপান্তর করুন:

  • (762)8
  • (1372)8
  • (228)8
  • (1482)8

১৫১. এমবেডেড সিস্টেমে সাধারণত কোন ধরনের মেমোরি ব্যবহৃত হয়?

  • RAM
  • হার্ডডিস্ক ড্রাইভ
  • ফ্লাশ মেমোরি
  • অপটিকাল ডিস্ক ড্রাইভ

১৫২. নিচের কোনটি Spyware-এর উদাহরণ?

  • Key loggers
  • Avast
  • Norton
  • Kasparasky

১৫৩. IPv4-এর নিচের কোনটি Google DNS Server-এর IP Address?

  • 8.8.7.6
  • 8.7.8.6
  • 8.8.8.6
  • 8.8.8.8

১৫৪. ফায়ারওয়ালের প্রাথমিক কাজ কী?

  • সমস্ত আগত ট্রাফিক নেটওয়ার্কে ঢুকতে না দেওয়া।
  • সমস্ত আগত ট্রাফিক নেটওয়ার্কে ঢুকার অনুমতি দেওয়া।
  • আগত এবং বহির্গত নেটওয়ার্ক ট্রাফিক নিরীক্ষা এবং নিয়ন্ত্রণ করা।
  • সমস্ত নেটওয়ার্ক ট্রাফিক এনক্রিপ্ট করা।

১৫৫. ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদান-প্রদানের জন্য সর্বাধিক ব্যবহৃত প্রোটোকল কী?

  • HTTP
  • FTP
  • DNS
  • TCP/IP

১৫৬. নিচের কোনটি ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্য নয়?

  • On-demand self service
  • Broad network access
  • Limited customization
  • Physical ownership of servers

১৫৭. একটি কম্পিউটার নেটওয়ার্কে একটি LAN-এর একাধিক ডিভাইসকে একটি WAN-এর সাথে সংযুক্ত করে এমন ডিভাইস কোনটি?

  • রাউটার
  • ওয়েব সার্ভার
  • ব্রিজ
  • হাব

১৫৮. প্রতারণামূলকভাবে সংবেদনশীল তথ্য যেমন পাসওয়ার্ড ও ক্রেডিট কার্ড নম্বর অর্জন করার জন্য ইন্টারনেট ব্যবহার করার অনুশীলনকে কী বলা হয়?

  • Phishing
  • Spamming
  • Ransomware
  • Sniffing

১৫৯. চিকিৎসাক্ষেত্রে কম্পিউটার-এর কাজ কোনটি?

  • তথ্য সংরক্ষণ
  • ইমেজ বিশ্লেষণ
  • রোগী পর্যবেক্ষণ
  • উপরের সবগুলো

১৬০. নিচের কোনটি সর্বজনীন ডিজিটাল লজিক গেইট?

  • XOR
  • AND
  • NOR
  • OR

১৬১. x2y + xy2 এবং x2 + xy রাশিদ্বয়ের ল.সা.গু. এবং গ.সা.গু. এর গুণফল কত?

  • x2y2(x + y)
  • xy(x2 + y2)
  • x2y(x + y)2
  • xy2(x2 + y)

১৬২. যদি x : y = 2 : 3 এবং y : z = 5 : 7 হয়, তবে x : y : z = ?

  • 6 : 9 : 14
  • 10 : 15 : 21
  • 2 : 5 : 7
  • 3 : 5 : 7

১৬৩. জাহিদ সাহেবের বেতন 10% কমানোর পর হ্রাসকৃত বেতন 10% বাড়ানো হলে তার কতটুকু ক্ষতি হলো?

  • 0%
  • 1%
  • 5%
  • 10%

১৬৪. (x + 5)2 = x2 + bx + c সমীকরণে b ও c-এর মান কত হলে, সমীকরণটি অভেদ হবে?

  • 3, 10
  • 10, 15
  • 15, 25
  • 10, 25

১৬৫. নিচের কোনটি সরলরেখার সমীকরণ?

  • x y = y 2
  • x2 + y = 1
  • x y = 1 2
  • x = 1 y

১৬৬. p + q = 5 এবং p – q = 3 হলে, p² + q² এর মান কত?

  • 8
  • 17
  • 19
  • 34

১৬৭. যদি log ( a b ) + log ( b a ) = log (a + b) হয়, তবে-

  • a + b = 1
  • a – b = 1
  • a = b
  • a2 – b2 = 1

১৬৮. 2x + 7 = 4x + 2 হলে, x -এর মান কত?

  • 2
  • 3
  • 4
  • 6

১৬৯. 1 √3 , –1, √3,... ধারাটির পঞ্চম পদ কত?

  • –√3
  • 9
  • –9√3
  • 3√3

১৭০. যদি 1 + tan2θ = 4 এবং θ < 90° হয়, θ = ?

  • 30°
  • 45°
  • 60°

১৭১. একটি বৃত্তচাপ কেন্দ্রে 60° কোণ উৎপন্ন করে। বৃত্তের ব্যাস 12 cm হলে বৃত্তচাপের দৈর্ঘ্য কত?

  • π

১৭২. একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 1 : 2√2 : 3 হলে এর বৃহত্তম কোণটির মান কত?

  • 30°
  • 60°
  • 80°
  • 90°

১৭৩. 29 থেকে 38 পর্যন্ত সংখ্যা হতে যে-কোনো একটিকে ইচ্ছামত বেছে নিলে সেটি মৌলিক হওয়ার সম্ভাবনা কত?

  • 1 2
  • 1 3
  • 3 10
  • 7 10

১৭৪. 0, 1, 2, 3, 4 অঙ্কগুলো দ্বারা কতগুলো পাঁচ অঙ্কের অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যাবে?

  • 96
  • 120
  • 24
  • 144

১৭৫. A = {x ∈ N : x2 – 5x – 14 = 0} হলে, A = ?

  • {6, 1}
  • {-2, 7}
  • {2, 7}
  • {7}

১৭৬. কোন সংখ্যাটি পরে আসবে?
৮     ৪     ২     ১           

১৭৭. কাগজের প্রতি পাতা বিক্রি হয় ২১ পয়সায়। চার পাতা কত পয়সায় বিক্রি হবে?

  • ৪ পয়সা
  • ৯৪ পয়সা
  • ৮ পয়সা
  • ৮৪ পয়সা

১৭৮. মনে কর প্রথম দুটি উক্তি সত্য। তবে শেষের উক্তিটি-

  • সত্য
  • মিথ্যা
  • অনিশ্চিত
  • আংশিক সত্য

১৭৯. কোন সংখ্যাটি নিম্নের শ্রেণিতে সবচাইতে স্বল্প পরিমাণ উপস্থাপন করে?

  • .৩৩
  • .৩১

১৮০. যখন প্রতি ফুট দড়ি ১০ টাকায় বিক্রি হয়, তখন ৬০ টাকায় তুমি কত ফুট দড়ি ক্রয় করতে পারবে?

  • ৮ ফুট
  • ৭ ফুট
  • ৬ ফুট
  • ১০ ফুট

১৮১. কোনটি ভারসাম্যপূর্ণ অবস্থা?

  • চিত্র ১:
    ১৮১ ক ৪৫তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট  45th BCS Preliminary Exam mentorakbar
  • চিত্র ২:
    ১৮১ খ ৪৫তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট  45th BCS Preliminary Exam mentorakbar
  • চিত্র ৩:
    ১৮১ গ ৪৫তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট  45th BCS Preliminary Exam mentorakbar
  • চিত্র ৪:
    ১৮১ ঘ ৪৫তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট  45th BCS Preliminary Exam mentorakbar

১৮২. নিম্নলিখিত সংখ্যা শ্রেণির সর্বশেষ সংখ্যার পরের সংখ্যাটি কত হবে?
১     ২     ৪     ৭     ১১     ?

  • ১৪
  • ১৫
  • ১৬
  • ১৮

১৮৩. নিম্নের চিত্রে একটি নম্বরযুক্ত প্রতিকৃতি অন্যদের চাইতে সম্পূর্ণ আলাদা ৷ সেই প্রতিকৃতিতে নম্বরটি কত?

১৮৩ ৪৫তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট  45th BCS Preliminary Exam mentorakbar
  • 1
  • 2
  • 3
  • 4

১৮৪. নোবেল বিজয়ী নারী কয়জন?

  • ৫০ জন
  • ৫৭ জন
  • ০৩ জন
  • ০৭ জন

১৮৫. যদি চ × G = ৪২ হয় তবে J × ট = ?

  • ১২০
  • ৯২
  • ১১৫
  • ১১০

১৮৬. ROSE—এর আয়নায় প্রতিবিম্ব কোনটি হবে?

  • ESOR
  • ROSE
  • ROSE
  • কোনোটিই নয়

১৮৭. 1 A 3 C 5 E      ?

  • +
  • 7 G
  • 11 K
  • 10 P

১৮৮. একটি ট্রেন সেকেন্ডে চলে ২০ ফুট। একই দ্রুততায় ট্রেনটি ৩ সেকেন্ডে কত ফুট চলবে?

  • ১০০ ফুট
  • ১১০ ফুট
  • ৩০০ ফুট
  • কোনোটিই নয়

১৮৯. যাদের বুদ্ধ্যঙ্ক ১৪০ বা তার ঊর্ধ্বে তাদের বলা হয়—

  • অতিশয় প্রতিভাশালী
  • প্রতিভাশালী
  • সাধারণ
  • মানসিক প্রতিবন্ধী

১৯০. RESENT, RESERVE-এই শব্দগুলো কী?

  • একই অর্থে
  • বিপরীতধর্মী অর্থ
  • না এক না ভিন্ন অর্থ
  • কোনোটিই নয়

১৯১. ভালো-মন্দ কোন ধরনের মূল্যবোধ?

  • নৈতিক
  • অর্থনৈতিক
  • রাজনৈতিক
  • সামাজিক

১৯২. সুশাসনের পূর্বশর্ত কী?

  • নিরপেক্ষ আইন ব্যবস্থা
  • নিরপেক্ষ বিচার ব্যবস্থা
  • প্রশাসনের নিরপেক্ষতা
  • মত প্রকাশের স্বাধীনতা

১৯৩. ‘Utilitarianism’ গ্রন্থের লেখক কে?

  • জন স্টুয়ার্ট মিল
  • ইমানূয়েল কান্ট
  • বার্ট্রান্ড রাসেল
  • জেরেমি বেন্থাম

১৯৪. ‘সুশাসন’ প্রত্যয়টির উদ্ভাবক কে?

  • ইউরোপীয় ইউনিয়ন
  • আইএলও
  • বিশ্বব্যাংক
  • জাতিসংঘ

১৯৫. সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনে সুশাসনের কোন দিকটির উপর গুরুত্ব দেওয়া হয়েছে?

  • সামাজিক দিক
  • অর্থনৈতিক দিক
  • মূল্যবোধের দিক
  • গণতান্ত্রিক দিক

১৯৬. ‘জ্ঞান হয় পুণ্য’-এই উক্তিটি কার?

  • থেলিস
  • সক্রেটিস
  • এরিস্টটল
  • প্লেটো

১৯৭. নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষকে কী বলে?

  • শুদ্ধাচার
  • মূল্যবোধ
  • মানবিকতা
  • সফলতা

১৯৮. মূল্যবোধের উৎস কোনটি?

  • ধর্ম
  • সমাজ
  • নৈতিক চেতনা
  • রাষ্ট্র

১৯৯. ‘শর্তহীন আদেশ’ ধারণাটির প্রবর্তক কে?

  • এরিস্টটল
  • বার্ট্রান্ড রাসেল
  • হার্বার্ট স্পেন্সার
  • ইমানুয়েল কান্ট

২০০. সুশাসনের মূলভিত্তি-

  • গণতন্ত্র
  • আমলাতন্ত্র
  • আইনের শাসন
  • মূল্যবোধ