৪৫তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট | 45th BCS Preliminary Exam

BCS Preliminary Test

৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা

পরীক্ষার তারিখ: ১৯.০৫.২০২৩

সময়: ২ ঘণ্টা | পূর্ণমান: ২০০

সেট নম্বর: ১ | কোড: মনপুরা

[ সঠিক উত্তর সিলেক্ট করুন। এরপর এই পেজের একদম নিচে Show Result বাটনে ক্লিক করে ফলাফল দেখুন। ফলাফল বাটনটির নিচেই দেখাবে। ]

০১. ‘ধ্বনি’ সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয়?

  • ধ্বনি দৃশ্যমান
  • মানুষের ভাষার মূলে আছে কতগুলো ধ্বনি
  • ধ্বনি উচ্চারণীয় ও শ্রবণীয়
  • অর্থবোধক ধ্বনিগুলোই মানুষের বিভিন্ন ভাষার বাগ্‌ধ্বনি

০২. স্বরান্ত অক্ষরকে কী বলে?

  • একাক্ষর
  • মুক্তাক্ষর
  • বদ্ধাক্ষর
  • যুক্তাক্ষর

০৩. শুদ্ধ বানানের গুচ্ছ কোনটি?

  • শিরশ্ছেদ, দরিদ্রতা, সমীচীন
  • শিরোশ্ছেদ, দারিদ্র্য, সমীচিন
  • শিরঃশ্ছেদ, দরিদ্রতা, সমিচীন
  • শিরচ্ছেদ, দরিদ্রতা, সমীচীন

০৪. আরবি ‘কলম’ শব্দটি ‘কলমোস’ শব্দ থেকে এসেছে। ‘কলমোস’ কোন ভাষার শব্দ?

  • পাঞ্জাবি
  • ফরাসি
  • গ্রিক
  • স্পেনিশ

০৫. ‘ভাষা চিন্তার শুধু বাহনই নয়, চিন্তার প্রসূতিও।’ - মন্তব্যটি কোন ভাষা-চিন্তকের?

  • সুনীতিকুমার চট্টোপাধ্যায়
  • মুহম্মদ শহীদুল্লাহ্
  • মুহম্মদ এনামুল হক
  • সুকুমার সেন

০৬. সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে?

  • মনোএল দ্য আসসুম্পসাঁও
  • রাজা রামমোহন রায়
  • রামেন্দ্র সুন্দর ত্রিবেদী
  • নাথানিয়েল ব্রাসি হ্যালহেড

০৭. উচ্চারণের রীতি অনুযায়ী নিচের কোনটি উচ্চমধ্য-সম্মুখ স্বরধ্বনি?

০৮. ‘তাম্বুলিক’ শব্দের সমার্থক নয় কোনটি?

  • পান-ব্যবসায়ী
  • পর্ণকার
  • তামসিক
  • বারুই

০৯. ‘তুমি তো ভারি সুন্দর ছবি আঁক!’ – বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে?

  • পদান্বয়ী অব্যয়
  • অনুসর্গ অব্যয়
  • অনন্বয়ী অব্যয়
  • অনুকার অব্যয়

১০. নিচের কোনটি যৌগিক শব্দ?

  • প্রবীণ
  • জেঠামি
  • সরোজ
  • মিতালি

১১. ‘সুনামীর তান্ডবে অনেকেই সর্বশান্ত হয়েছে।’- বাক্যটিতে কয়টি ভুল আছে?

  • একটি
  • দুটি
  • তিনটি
  • ভুল নেই

১২. কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে কী বলে?

  • উপপদ
  • প্রাতিপদিক
  • প্রপদ
  • পূর্বপদ

১৩. ‘তোমার নাম কী?’-এখানে ‘কী’ কোন প্রকারের পদ?

  • প্রশ্নবাচক
  • অব্যয়
  • সর্বনাম
  • বিশেষণ

১৪. ‘সরল’ শব্দের বিপরীতার্থক নয় নিচের কোনটি?

  • কুটিল
  • জটিল
  • বক্র
  • গরল

১৫. ‘Rank’ শব্দের বাংলা পরিভাষা কী?

  • পদ
  • পদমর্যাদা
  • মাত্রা
  • উচ্চতা

১৬. চর্যাপদের তিব্বতি অনুবাদ প্রকাশ করেন কে?

  • প্রবোধচন্দ্র বাগচী
  • যতীন্দ্র মোহন বাগচী
  • প্রফুল্ল মোহন বাগচী
  • প্রণয়ভূষণ বাগচী

১৭. ‘গীতগোবিন্দ’ কাব্যের রচয়িতা জয়দেব কার সভাকবি ছিলেন?

  • শশাঙ্কদেবের
  • লক্ষ্মণ সেনের
  • যশোবর্মনের
  • হর্ষবর্ধনের

১৮. কবি যশোরাজ খান বৈষ্ণবপদ রচনা করেন কোন ভাষায়?

  • ব্রজবুলি
  • বাংলা
  • সংস্কৃত
  • হিন্দি

১৯. নিচের কোন জন যুদ্ধকাব্যের রচয়িতা নন?

  • দৌলত উজির বাহরাম খাঁ
  • সাবিরিদ খাঁ
  • সৈয়দ সুলতান
  • সৈয়দ নূরুদ্দীন

২০. কোনটি কবি জৈনুদ্দিনের কাব্যগ্রন্থ?

  • রসুল বিজয়
  • মক্কা বিজয়
  • রসুলচরিত
  • মক্কানামা

২১. ‘বিদ্যাসাগর ও বাঙালি সমাজ’ গ্রন্থের রচয়িতা কে?

  • বিনয় ঘোষ
  • সুবিনয় ঘোষ
  • বিনয় ভট্টাচার্য
  • বিনয় বর্মণ

২২. প্রথম সাহিত্যিক গদ্যের স্রষ্টা কে?

  • রাজা রামমোহন রায়
  • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
  • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

২৩. প্যারীচাঁদ মিত্রের ‘আলালের ঘরের দুলাল’ প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয় কত সালে?

  • ১৮৫৮ সালে
  • ১৯৭৮ সালে
  • ১৮৪৮ সালে
  • ১৮৬৮ সালে

২৪. ‘শচীন, দামিনী ও শ্রীবিলাস’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র?

  • চতুরঙ্গ
  • চার অধ্যায়
  • নৌকাডুবি
  • ঘরে বাইরে

২৫. ‘‘তুমি মা কল্পতরু, আমরা সব পোষাগরু’’- এই কবিতাংশটির রচয়িতা কে?

  • রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
  • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
  • ঈশ্বরচন্দ্র গুপ্ত

২৬. মীর মশাররফ হোসেনের কোন গ্রন্থের উপজীব্য হিন্দু-মুসলমানের বিরোধ?

  • গো-জীবন
  • ইসলামের জয়
  • এর উপায় কী
  • বসন্তকুমারী নাটক

২৭. রবীন্দ্রনাথ ঠাকুর কত বয়সে ছোটগল্পকার হিসেবে আত্মপ্রকাশ করেন?

  • ১০ বছর
  • ১২ বছর
  • ১৪ বছর
  • ১৬ বছর

২৮. নিচের কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থ নয়?

  • ইছামতি
  • মেঘমল্লার
  • মৌরিফুল
  • যাত্রাবদল

২৯. ‘আমার পথ’ প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে?

  • যুগ-বাণী
  • রুদ্র-মঙ্গল
  • দুর্দিনের যাত্রী
  • রাজবন্দির জবানবন্দি

৩০. ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধে মোতাহের হোসেন চৌধুরী কাকে তপোবন-প্রেমিক বলেছেন?

  • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে
  • জসীম উদ্‌দীনকে
  • রবীন্দ্রনাথ ঠাকুরকে
  • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে

৩১. ‘আমি যখন জেলে যাই তখন ওর বয়স মাত্র কয়েক মাস।’- এখানে ‘ওর’ বলতে শেখ মুজিবুর রহমান কাকে বুঝিয়েছেন?

  • শেখ নাসেরকে
  • শেখ কামালকে
  • শেখ হাসিনাকে
  • শেখ রেহেনাকে

৩২. আখতারুজ্জামান ইলিয়াস জন্মগ্রহণ করেন কোথায়?

  • গাইবান্ধায়
  • বগুড়ায়
  • ঢাকায়
  • সিরাজগঞ্জে

৩৩. মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত ‘অমিত্রাক্ষর ছন্দ’ প্রকৃতপক্ষে বাংলা কোন ছন্দের নব-রূপায়ণ?

  • স্বরবৃত্ত ছন্দ
  • অক্ষরবৃত্ত ছন্দ
  • মাত্রাবৃত্ত ছন্দ
  • গৈরিশ ছন্দ

৩৪. ‘বুক তার বাংলাদেশের হৃদয়’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?

  • সৈয়দ শামসুল হক
  • শামসুর রাহমান
  • হাসান হাফিজুর রহমান
  • আহসান হাবীব

৩৫. ‘দুর্দিনের দিনলিপি’ স্মৃতিগ্ৰন্থটি কার লেখা?

  • আবুল ফজল
  • আবদুল কাদির
  • জাহানারা ইমাম
  • মুশতারি শফী

৩৬. She insisted on _____ leaving the house.

  • he
  • him
  • himself
  • his

৩৭. The phrase ‘Achilles heel’ means–

  • a strong point
  • a strong solution
  • a weak point
  • a permanent solution

৩৮. He does not adhere __ any principle.

  • by
  • on
  • at
  • to

৩৯. Millennium is a period of –

  • 100 year
  • 1000 year
  • 1 million year
  • 1 billion year

৪০. Identify the passive form of the following sentence: “Who has broken this jug?”

  • By whom has this jug been broken?
  • By whom has this jug broken?
  • By whom this jug has been broken?
  • Whom has this jug been broken?

৪১. Who is not a victorian poet?

  • Alfred Tennyson
  • Robert Browning
  • William Wordsworth
  • Matthew Arnold

৪২. Which of the following novels was written by George Orwell?

  • 1984
  • Brave New World
  • A Clockwork Orange
  • For Whom the Bell Tolls

৪৩. Identify the correct sentence:

  • She speaks English like English
  • She speaks the English like English
  • She speaks the English like the English
  • She speaks English like the English

৪৪. When one makes a promise, one must not go________ on it.

  • forward
  • back
  • by
  • around

৪৫. I can’t put up with him any more. Here ‘put up with’ means:

  • To protect
  • To terminate
  • To tolerate
  • To prevent

৪৬. The poem ‘To His Coy Mistress’ was written by-

  • Andrew Marvell
  • John Donne
  • George Herbert
  • Henry Vaughan

৪৭. The synonym of ‘altitude’ is –

  • height
  • width
  • length
  • depth

৪৮. The character ‘Elizabeth Bennett’ appears in the novel-

  • Pride and Prejudice
  • Tess of the D’llrberville
  • Wuthering Heights
  • Jane Eyre

৪৯. This could have worked if I _______ been more far-sighted.

  • have
  • had
  • might
  • would

৫০. What may be considered courteous in one culture may be arrogant in another. Here the underlined word ‘arrogant’ means—

  • rude
  • gracious
  • coarse
  • pretentious

৫১. ‘Don Juan’ was composed by—

  • W.B. Yeats
  • E.B. Browning
  • George Gordon Byron
  • Alexander Pope

৫২. Identify the imperative sentence:

  • Shut up!
  • Shahin is playing football.
  • I shall cook dinner now.
  • What is your name?

৫৩. ‘Black Death’ is the name of a—

  • fever
  • black fever
  • plague pandemic
  • death of black people

৫৪. ‘Ulysses’ is a poem written by—

  • Robert Browning
  • Wordsworth
  • S.T. Coleridge
  • Alfred Tennyson

৫৫. Who wrote the poem ‘Ozymandias’?

  • Thomas Hardy
  • Robert Frost
  • P.B. Shelley
  • Edmund Spenser

৫৬. ‘Clym Yeobright’ is the protagonist of the novel—

  • David Copperfield
  • Adam Bede
  • A Passage to India
  • The Return of the Native

৫৭. The train is running ______ forty miles an hour.

  • on
  • to
  • at
  • for

৫৮. He divided the money ______ the two children.

  • between
  • over
  • among
  • in between

৫৯. No one can______ that he is clever.

  • defy
  • deny
  • admire
  • denounce

৬০. Choose the right form of verb: The boy (to lie) on the floor yesterday.

  • lies
  • lied
  • lay
  • layed

৬১. She played on the flute. Passive form is—

  • The flute was played by her.
  • The flute was played on by her.
  • The flute was played to her.
  • The flute was being played by her.

৬২. Antonym for ‘Adieu’—

  • Farewell
  • Goodbye
  • Hello
  • Valediction

৬৩. ‘Walk fast lest you should miss the train’. This is a—

  • Simple sentence
  • Compound sentence
  • Complex sentence
  • Interrogative sentence

৬৪. A number of singers in a church is called—

  • Choir
  • Cast
  • Claque
  • Clump

৬৫. Put the right word in the blank.

He reached the_________of his literary career.

  • abattoir
  • acme
  • admonish
  • abdicate

৬৬. Anger may be compared ______fire.

  • to
  • within
  • against
  • into

৬৭. Choose the correct sentence:

  • He discussed the matter.
  • He discussed about the matter.
  • He discussed on the matter.
  • None of the above

৬৮. Identify the correctly spelt word.

  • Horroscope
  • Pneumonia
  • Occassion
  • Embarass

৬৯. ‘Desdemona’ is a character in the following Shakespearean play :

  • Macbeth
  • Othello
  • Hamlet
  • King Lear

৭০. ‘Meteorology’ is related to –

  • concrete slabs
  • motor vehicles
  • weather forecasting
  • motor neurone disease

৭১. ‘ভারত ছাড়’ আন্দোলন শুরু হয়—

  • ১৯১৭ সালে
  • ১৯২৭ সালে
  • ১৯৩৭ সালে
  • ১৯৪২ সালে

৭২. ‘সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি’ গঠিত হয়—

  • ১৯৪৮ সালে
  • ১৯৫০ সালে
  • ১৯৫২ সালে
  • ১৯৫৪ সালে

৭৩. বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে?

  • রাষ্ট্রপতি
  • স্পীকার
  • চীফ হুইপ
  • প্রধানমন্ত্রী

৭৪. ঐতিহাসিক ‘ছয়-দফা’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন—

  • ৫ ফেব্রুয়ারি ১৯৬৬
  • ২৩ মার্চ ১৯৬৬
  • ২৬ মার্চ ১৯৬৬
  • ৩১ মার্চ ১৯৬৬

৭৫. ‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’ প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক—

  • শেখ মুজিবুর রহমান
  • শামছুল হক
  • আতাউর রহমান খান
  • আবুল হাশিম

৭৬. ‘প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা’ কথাটি সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে?

  • অনুচ্ছেদ : ২
  • অনুচ্ছেদ : ৩
  • অনুচ্ছেদ : ৪
  • অনুচ্ছেদ : ৫

৭৭. ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে আছে?

  • চতুর্থ তফসিল
  • পঞ্চম তফসিল
  • ষষ্ঠ তফসিল
  • সপ্তম তফসিল

৭৮. বাংলাদেশের সংবিধান অনুযায়ী ‘‘কোর্ট অব রেকর্ড’’ হিবে গণ্য—

  • লেবার কোর্ট
  • জজ কোর্ট
  • হাই কোর্ট
  • সুপ্রীম কোর্ট

৭৯. বাংলাদেশে মোট কতটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে?

  • ৬ (ছয়) টি
  • ৭ (সাত) টি
  • ৮ (আট) টি
  • ৯ (নয়) টি

৮০. বাংলাদেশের কয়টি জেলার সাথে ‘সুন্দরবন’ সংযুক্ত আছে?

  • ৪ (চার) টি
  • ৫ (পাঁচ) টি
  • ৬ (ছয়) টি
  • ৭ (সাত) টি

৮১. মহান মুক্তিযুদ্ধের সময় ‘ঢাকা শহর’ কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল?

  • ২ (দুই) নম্বর
  • ৩ (তিন) নম্বর
  • ৪ (চার) নম্বর
  • ৫ (পাঁচ) নম্বর

৮২. ‘জয় বাংলা’— কে জাতীয় স্লোগান হিসাবে মন্ত্রিসভায় কত তারিখে অনুমোদন করা হয়?

  • ২ মার্চ, ২০২২
  • ৩ মার্চ, ২০২২
  • ৪ মার্চ, ২০২২
  • ৫ মার্চ, ২০২২

৮৩. বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কবে গঠিত হয়?

  • ৬ এপ্রিল, ১৯৭২
  • ৭ এপ্রিল, ১৯৭২
  • ৮ এপ্রিল, ১৯৭২
  • ৯ এপ্রিল, ১৯৭২

৮৪. ‘e-TIN’ চালু করা হয় কত সালে?

  • ২০১৩ সালে
  • ২০১৪ সালে
  • ২০১৫ সালে
  • ২০১৬ সালে

৮৫. কত সালে মানি লন্ডারিং প্রতিরোধ আইনটি প্রবর্তন করা হয়?

  • ২০১১ সালে
  • ২০১২ সালে
  • ২০১৩ সালে
  • ২০১৪ সালে

৮৬. দেশের কোন জেলায় সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত?

  • চট্টগ্রাম
  • ফেনী
  • নরসিংদী
  • ময়মনসিংহ

৮৭. বাংলাদেশে বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?

  • রাজশাহী
  • কুমিল্লা
  • চট্টগ্রাম
  • গাজীপুর

৮৮. বাংলাদেশের মৎস্য প্রজাতি গবেষণাগার কোথায় অবস্থিত?

  • চাঁদপুর
  • ফরিদপুর
  • ময়মনসিংহ
  • ভোলা

৮৯. বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি?

  • কয়লা
  • প্রাকৃতিক গ্যাস
  • চুনাপাথর
  • চীনামাটি

৯০. ইউরিয়া সারের কাঁচামাল কী?

  • প্রাকৃতিক গ্যাস
  • চুনাপাথর
  • মিথেন গ্যাস
  • ইলমেনাইট

৯১. কোনটি বিচার বিভাগের কাজ নয়?

  • আইনের প্রয়োগ
  • আইনের ব্যাখ্যা
  • সংবিধানের ব্যাখ্যা
  • সংবিধান প্রণয়ন

৯২. পারিবারিক আদালত অধ্যাদেশ কত সালে জারি হয়?

  • ১৯৮০ সালে
  • ১৯৮১ সালে
  • ১৯৮৫ সালে
  • ১৯৯১ সালে

৯৩. ‘গণহত্যা যাদুঘর’ কোথায় অবস্থিত?

  • ঢাকা
  • চট্টগ্রাম
  • কুমিল্লা
  • খুলনা

৯৪. নভেরা আহমেদের পরিচয় কী হিসাবে?

  • কবি
  • নাট্যকার
  • কণ্ঠশিল্পী
  • ভাস্কর

৯৫. আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি?

  • রাঙামাটি
  • বরিশাল
  • চট্টগ্রাম
  • ময়মনসিংহ

৯৬. কোন এলাকাকে ‘Marine Protected Area (MPA)’ ঘোষণা করা হয়েছে?

  • সেন্টমার্টিন
  • সেন্টমার্টিন এবং এর আশেপাশের এলাকা
  • পটুয়াখালী ও বরগুনা
  • হিরন পয়েন্ট

৯৭. বাংলাদেশের ভৌগলিক নির্দেশক পণ্য কয়টি?

  • ৯ (নয়) টি
  • ১০ (দশ) টি
  • ১১ (এগার) টি
  • ১২ (বার) টি

৯৮. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ‘মণিপুরী’ বাংলাদেশের কোন জেলায় বেশি বসবাস করে?

  • সিলেট
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সুনামগঞ্জ

৯৯. বাংলাদেশের ষষ্ঠ জাতীয় জনশুমারি ও গৃহ গণনা কোন সময়ে অনুষ্ঠিত হয়?

  • ১০ জুন থেকে ১৬ জুন, ২০২২
  • ১৫ জুন থেকে ২১ জুন, ২০২২
  • ১৫ জুলাই থেকে ২১ জুলাই, ২০২২
  • ২০ জুলাই থেকে ২৬ জুলাই, ২০২২

১০০. কূটনৈতিক ক্ষেত্রে অবদানের জন্য গত ২০২০ সালে প্রবর্তিত পুরস্কারের নাম কী?

  • বঙ্গবন্ধু ডিপ্লোমেটিক অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স
  • বঙ্গবন্ধু ডিপ্লোমেটিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড
  • বাংলাদেশ ডিপ্লোমেটিক অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স
  • বঙ্গবন্ধু ডিপ্লোমেটিক অ্যাওয়ার্ড

১০১. বাংলাদেশ সদস্য নয় :

  • ILO
  • SAARC
  • NATO
  • BIMSTEC

১০২. ফিফা বিশ্বকাপ ফুটবল কখন প্রথম অনুষ্ঠিত হয়?

  • ১৯২৯
  • ১৯৩০
  • ১৯৩১
  • ১৯৩২

১০৩. কোন দেশে সমুদ্রবন্দর নেই?

  • মালদ্বীপ
  • নেপাল
  • গ্রিস
  • ভেনেজুয়েলা

১০৪. কোথায় ঐতিহাসিক ট্রয় নগর অবস্থিত?

  • ইতালি
  • গ্রিস
  • তুরস্ক
  • ফ্রান্স

১০৫. ক্ষুদ্রতম মহাদেশ :

  • অস্ট্রেলিয়া
  • ইউরোপ
  • আফ্রিকা
  • দক্ষিণ আমেরিকা

১০৬. কোথায় আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট অবস্থিত?

  • টোকিও
  • ম্যানিলা
  • ভারত
  • নেপাল

১০৭. কোথায় ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক অবস্থিত?

  • লন্ডন
  • প্যারিস
  • ব্রাসেলস
  • ফ্রাঙ্কফুর্ট

১০৮. যুক্তরাষ্ট্রের ৪৫-তম প্রেসিডেন্ট কে ছিলেন?

  • রিচার্ড নিক্সন
  • বিল ক্লিনটন
  • কেনেডি
  • ডোনাল্ড ট্রাম্প

১০৯. TIFA এর পূর্ণরূপ কী?

  • Trade for International Finance Agreement
  • Trade and Investment Framework Agreement
  • Treaty for International Free Area
  • Trade and Investment form America

১১০. ভারত কর্তৃক সিকিম সংযুক্ত হয়—

  • ১৯৭০
  • ১৯৭২
  • ১৯৭৫
  • ১৯৭৭

১১১. ২০২২ সালে G-20 শীর্ষ বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়?

  • সিঙ্গাপুর
  • জাকার্তা
  • ম্যানিলা
  • বালি

১১২. চীন-ভারত যুদ্ধ কত সালে সংঘটিত হয়?

  • ১৯৫৯
  • ১৯৬০
  • ১৯৬২
  • ১৯৬৩

১১৩. পৃথিবীর গভীরতম স্থান :

  • ম্যারিয়ানা ট্রেঞ্চ
  • ডেড সী
  • বৈকাল হ্রদ
  • লোহিত সাগর

১১৪. ‘বেল্ট অ্যান্ড রোড’ কার্যক্রম শুরু হয় :

  • ২০০০ সাল
  • ২০০১ সাল
  • ২০১৩ সাল
  • ২০১৬ সাল

১১৫. ‘বান্দা আচেহ’ কোথায় অবস্থিত?

  • ইন্দোনেশিয়া
  • থাইল্যান্ড
  • ফিলিপাইন
  • কম্বোডিয়া

১১৬. ফেসবুকের সদর দপ্তর কোথায় অবস্থিত?

  • সিয়াটল
  • ক্যালিফোর্নিয়া
  • ওয়াশিংটন
  • নিউইয়র্ক

১১৭. ‘ভিক্টোরিয়া ডিজার্ট’ কোথায় অবস্থিত?

  • কানাডা
  • পশ্চিম আফ্রিকা
  • নর্থ আমেরিকা
  • অস্ট্রেলিয়া

১১৮. কোনটি প্রাচীন সভ্যতা?

  • গ্রিস
  • মেসোপটেমিয়া
  • রোম
  • সিন্ধু

১১৯. তিব্বত একটি-

  • উপত্যকা
  • উপদ্বীপ
  • দ্বীপ
  • মরুভূমি

১২০. ‘Elephant Pass’ অবস্থিত—

  • থাইল্যান্ড
  • দক্ষিণ আফ্রিকা
  • শ্রীলঙ্কা
  • মালয়েশিয়া

১২১. কোন দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়?

  • সাইপ্রাস
  • আলজেরিয়া
  • ইস্টোনিয়া
  • মাল্টা

১২২. কোন নদীটির উৎপত্তিস্থান বাংলাদেশ?

  • কর্ণফুলি
  • নাফ
  • মেঘনা
  • হালদা

১২৩. পানিতে দ্রবীভূত অক্সিজেন কোথায় অবস্থান করে?

  • পানির উপরিভাগে
  • পানির মধ্যভাগে
  • পানির আন্তঃআণবিক স্থানে
  • পানির তলদেশে

১২৪. গ্রীন হাউস গ্যাসের কোন গ্যাস বর্তমানে বৃদ্ধি পাচ্ছে না?

  • কার্বন ডাই-অক্সাইড
  • মিথেন
  • সিএফসি
  • নাইট্রাস অক্সাইড

১২৫. বাংলাদেশে সিডর কখন আঘাত হানে?

  • ১৫ নভেম্বর ২০০৭
  • ১৬ নভেম্বর ২০০৭
  • ১৭ নভেম্বর ২০০৭
  • ১৮ নভেম্বর ২০০৭

১২৬. বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল?

  • ১৫০ নটিক্যাল মাইল
  • ২০০ নটিক্যাল মাইল
  • ২৫০ নটিক্যাল মাইল
  • ৩০০ নটিক্যাল মাইল

১২৭. নিচের কোনটি বাংলাদেশের সর্ববৃহৎ গ্যাসক্ষেত্র?

  • বাখরাবাদ
  • হরিপুর
  • তিতাস
  • হবিগঞ্জ

১২৮. ভূমিকম্প সংঘটন বিন্দুর সরাসরি উপরে ভূপৃষ্ঠস্থ বিন্দুকে বলে-

  • ফোকাস
  • এপিসেন্টার
  • ফ্রাকচার
  • ফল্ট

১২৯. বিশ্বব্যাপী নিচের কোন অর্থনৈতিক খাত থেকে সবচাইতে বেশি গ্রিন হাউস গ্যাস নির্গত হয়?

  • পরিবহন
  • বিদ্যুৎ ও তাপ উৎপাদন
  • ভবন নির্মাণ
  • শিল্প

১৩০. উত্তর গোলার্ধে ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের বায়ু প্রবাহিত হয়-

  • ঘড়ির কাঁটার দিকে
  • ঘড়ির কাঁটার বিপরীতে
  • সোজা
  • কোনোটিই সঠিক নয়

১৩১. নিচের কোনটি চার্লসের সূত্র?

  • V ∝ T
  • PV = K
  • V ∝ n
  • P ∝ T

১৩২. সোডিয়াম ক্লোরাইড (NaCl) কেলাসের গঠন কীরূপ?

  • পৃষ্ঠতল-কেন্দ্রিক ঘনকাকৃতির
  • দেহ-কেন্দ্রিক ঘনকাকার
  • সংঘবদ্ধ-ঘনকাকার
  • সংঘবদ্ধ ষড়কৌণিক আকার

১৩৩. নিচের কোনটি প্রাইমারি দূষক?

  • SO3
  • N2O5
  • NO
  • HNO3

১৩৪. HPLC এর পূর্ণরূপ কী?

  • High Pressure Liquid Chromatography
  • High Power Liquid Chromatography
  • High Plant Liquid Chromatography
  • High Performance Liquid Chromatography

১৩৫. নিচের কোনটি সিরামিক উপাদানের প্রধান কাঁচামাল?

  • SiO2
  • Na2CO3
  • Fe2O3
  • NaNO3

১৩৬. সানস্ক্রিন লোশন তৈরিতে কোন ন্যানো পার্টিকেল ব্যবহৃত হয়?

  • Na2O
  • ZnO
  • Al2O3
  • CuO

১৩৭. মানুষের দেহকোষে ক্রোমোজমের সংখ্যা –

  • ৪৪ টি
  • ৪২ টি
  • ৪৬ টি
  • ৪৮ টি

১৩৮. সুষম খাদ্যে শর্করা, আমিষ ও চর্বিজাতীয় খাদ্যের অনুপাত?

  • ৪ : ১ : ১
  • ৪ : ২ : ২
  • ৪ : ২ : ৩
  • ৪ : ৩ : ২

১৩৯. মানুষের শরীরের রক্তের গ্রুপ কয়টি?

  • চারটি
  • পাঁচটি
  • তিনটি
  • দুইটি

১৪০. আর্সেনিকের পারমাণবিক সংখ্যা কত?

  • ৩৩
  • ৩৮
  • ৩৬
  • ৪৪

১৪১. উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কী?

  • ট্যাকোমিটার
  • অ্যালটিমিটার
  • ওডোমিটার
  • অডিওমিটার

১৪২. টেলিভিশনে যে তরঙ্গ ব্যবহৃত হয় –

  • রেডিও ওয়েভ
  • অবলোহিত রশ্মি
  • আল্ট্রা ভায়োলেট
  • দৃশ্যমান রশ্মি

১৪৩. অণুজীব বিজ্ঞানের জনক কে?

  • রবার্ট কক্
  • লুইস পাস্তুর
  • এডওয়ার্ড জেনার
  • এন্টনি ভন লিউয়েন হুক

১৪৪. বাতাস একটি –

  • ডায়াচুম্বকীয় পদার্থ
  • প্যারাচুম্বকীয় পদার্থ
  • ফেরোচুম্বকীয় পদার্থ
  • অ্যান্টিফেরোচুম্বকীয় পদার্থ

১৪৫. বিশ্বব্রহ্মাণ্ডের সবচেয়ে বেশি গ্যাসটি হল –

  • অক্সিজেন
  • কার্বন ডাই-অক্সাইড
  • নাইট্রোজেন
  • হাইড্রোজেন

১৪৬. GPU-এর পূর্ণরূপ কী?

  • Graph Processing Unit
  • Graphic Processing Unit
  • Graphics Processing Unit
  • Geographical Processing Unit

১৪৭. নিচের কোনটি ALU-এর আউটপুট রাখার জন্য ব্যবহৃত হয়?

  • Register
  • ROM
  • Flags
  • Output Unit

১৪৮. DBMS-এর পূর্ণরূপ কী?

  • Data Backup Management System
  • Database Management Service
  • Database Management System
  • Data of Binary Management System

১৪৯. 2 কিলোবাইট মেমোরি address করার জন্য কতটি address লাইন দরকার?

  • 10
  • 11
  • 12
  • 14

১৫০. (2FA)16 এই হেক্সাডেসিমেল সংখ্যাটিকে অক্টালে রূপান্তর করুন:

  • (762)8
  • (1372)8
  • (228)8
  • (1482)8

১৫১. এমবেডেড সিস্টেমে সাধারণত কোন ধরনের মেমোরি ব্যবহৃত হয়?

  • RAM
  • হার্ডডিস্ক ড্রাইভ
  • ফ্লাশ মেমোরি
  • অপটিকাল ডিস্ক ড্রাইভ

১৫২. নিচের কোনটি Spyware-এর উদাহরণ?

  • Key loggers
  • Avast
  • Norton
  • Kasparasky

১৫৩. IPv4-এর নিচের কোনটি Google DNS Server-এর IP Address?

  • 8.8.7.6
  • 8.7.8.6
  • 8.8.8.6
  • 8.8.8.8

১৫৪. ফায়ারওয়ালের প্রাথমিক কাজ কী?

  • সমস্ত আগত ট্রাফিক নেটওয়ার্কে ঢুকতে না দেওয়া।
  • সমস্ত আগত ট্রাফিক নেটওয়ার্কে ঢুকার অনুমতি দেওয়া।
  • আগত এবং বহির্গত নেটওয়ার্ক ট্রাফিক নিরীক্ষা এবং নিয়ন্ত্রণ করা।
  • সমস্ত নেটওয়ার্ক ট্রাফিক এনক্রিপ্ট করা।

১৫৫. ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদান-প্রদানের জন্য সর্বাধিক ব্যবহৃত প্রোটোকল কী?

  • HTTP
  • FTP
  • DNS
  • TCP/IP

১৫৬. নিচের কোনটি ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্য নয়?

  • On-demand self service
  • Broad network access
  • Limited customization
  • Physical ownership of servers

১৫৭. একটি কম্পিউটার নেটওয়ার্কে একটি LAN-এর একাধিক ডিভাইসকে একটি WAN-এর সাথে সংযুক্ত করে এমন ডিভাইস কোনটি?

  • রাউটার
  • ওয়েব সার্ভার
  • ব্রিজ
  • হাব

১৫৮. প্রতারণামূলকভাবে সংবেদনশীল তথ্য যেমন পাসওয়ার্ড ও ক্রেডিট কার্ড নম্বর অর্জন করার জন্য ইন্টারনেট ব্যবহার করার অনুশীলনকে কী বলা হয়?

  • Phishing
  • Spamming
  • Ransomware
  • Sniffing

১৫৯. চিকিৎসাক্ষেত্রে কম্পিউটার-এর কাজ কোনটি?

  • তথ্য সংরক্ষণ
  • ইমেজ বিশ্লেষণ
  • রোগী পর্যবেক্ষণ
  • উপরের সবগুলো

১৬০. নিচের কোনটি সর্বজনীন ডিজিটাল লজিক গেইট?

  • XOR
  • AND
  • NOR
  • OR

১৬১. x2y + xy2 এবং x2 + xy রাশিদ্বয়ের ল.সা.গু. এবং গ.সা.গু. এর গুণফল কত?

  • x2y2(x + y)
  • xy(x2 + y2)
  • x2y(x + y)2
  • xy2(x2 + y)

১৬২. যদি x : y = 2 : 3 এবং y : z = 5 : 7 হয়, তবে x : y : z = ?

  • 6 : 9 : 14
  • 10 : 15 : 21
  • 2 : 5 : 7
  • 3 : 5 : 7

১৬৩. জাহিদ সাহেবের বেতন 10% কমানোর পর হ্রাসকৃত বেতন 10% বাড়ানো হলে তার কতটুকু ক্ষতি হলো?

  • 0%
  • 1%
  • 5%
  • 10%

১৬৪. (x + 5)2 = x2 + bx + c সমীকরণে b ও c-এর মান কত হলে, সমীকরণটি অভেদ হবে?

  • 3, 10
  • 10, 15
  • 15, 25
  • 10, 25

১৬৫. নিচের কোনটি সরলরেখার সমীকরণ?

  • x y = y 2
  • x2 + y = 1
  • x y = 1 2
  • x = 1 y

১৬৬. p + q = 5 এবং p – q = 3 হলে, p² + q² এর মান কত?

  • 8
  • 17
  • 19
  • 34

১৬৭. যদি log ( a b ) + log ( b a ) = log (a + b) হয়, তবে-

  • a + b = 1
  • a – b = 1
  • a = b
  • a2 – b2 = 1

১৬৮. 2x + 7 = 4x + 2 হলে, x -এর মান কত?

  • 2
  • 3
  • 4
  • 6

১৬৯. 1 √3 , –1, √3,... ধারাটির পঞ্চম পদ কত?

  • –√3
  • 9
  • –9√3
  • 3√3

১৭০. যদি 1 + tan2θ = 4 এবং θ < 90° হয়, θ = ?

  • 30°
  • 45°
  • 60°

১৭১. একটি বৃত্তচাপ কেন্দ্রে 60° কোণ উৎপন্ন করে। বৃত্তের ব্যাস 12 cm হলে বৃত্তচাপের দৈর্ঘ্য কত?

  • π

১৭২. একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 1 : 2√2 : 3 হলে এর বৃহত্তম কোণটির মান কত?

  • 30°
  • 60°
  • 80°
  • 90°

১৭৩. 29 থেকে 38 পর্যন্ত সংখ্যা হতে যে-কোনো একটিকে ইচ্ছামত বেছে নিলে সেটি মৌলিক হওয়ার সম্ভাবনা কত?

  • 1 2
  • 1 3
  • 3 10
  • 7 10

১৭৪. 0, 1, 2, 3, 4 অঙ্কগুলো দ্বারা কতগুলো পাঁচ অঙ্কের অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যাবে?

  • 96
  • 120
  • 24
  • 144

১৭৫. A = {x ∈ N : x2 – 5x – 14 = 0} হলে, A = ?

  • {6, 1}
  • {-2, 7}
  • {2, 7}
  • {7}

১৭৬. কোন সংখ্যাটি পরে আসবে?
৮     ৪     ২     ১           

১৭৭. কাগজের প্রতি পাতা বিক্রি হয় ২১ পয়সায়। চার পাতা কত পয়সায় বিক্রি হবে?

  • ৪ পয়সা
  • ৯৪ পয়সা
  • ৮ পয়সা
  • ৮৪ পয়সা

১৭৮. মনে কর প্রথম দুটি উক্তি সত্য। তবে শেষের উক্তিটি-

  • সত্য
  • মিথ্যা
  • অনিশ্চিত
  • আংশিক সত্য

১৭৯. কোন সংখ্যাটি নিম্নের শ্রেণিতে সবচাইতে স্বল্প পরিমাণ উপস্থাপন করে?

  • .৩৩
  • .৩১

১৮০. যখন প্রতি ফুট দড়ি ১০ টাকায় বিক্রি হয়, তখন ৬০ টাকায় তুমি কত ফুট দড়ি ক্রয় করতে পারবে?

  • ৮ ফুট
  • ৭ ফুট
  • ৬ ফুট
  • ১০ ফুট

১৮১. কোনটি ভারসাম্যপূর্ণ অবস্থা?

  • চিত্র ১:
    ১৮১ ক ৪৫তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট  45th BCS Preliminary Exam mentorakbar
  • চিত্র ২:
    ১৮১ খ ৪৫তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট  45th BCS Preliminary Exam mentorakbar
  • চিত্র ৩:
    ১৮১ গ ৪৫তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট  45th BCS Preliminary Exam mentorakbar
  • চিত্র ৪:
    ১৮১ ঘ ৪৫তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট  45th BCS Preliminary Exam mentorakbar

১৮২. নিম্নলিখিত সংখ্যা শ্রেণির সর্বশেষ সংখ্যার পরের সংখ্যাটি কত হবে?
১     ২     ৪     ৭     ১১     ?

  • ১৪
  • ১৫
  • ১৬
  • ১৮

১৮৩. নিম্নের চিত্রে একটি নম্বরযুক্ত প্রতিকৃতি অন্যদের চাইতে সম্পূর্ণ আলাদা ৷ সেই প্রতিকৃতিতে নম্বরটি কত?

১৮৩ ৪৫তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট  45th BCS Preliminary Exam mentorakbar
  • 1
  • 2
  • 3
  • 4

১৮৪. নোবেল বিজয়ী নারী কয়জন?

  • ৫০ জন
  • ৫৭ জন
  • ০৩ জন
  • ০৭ জন

১৮৫. যদি চ × G = ৪২ হয় তবে J × ট = ?

  • ১২০
  • ৯২
  • ১১৫
  • ১১০

১৮৬. ROSE—এর আয়নায় প্রতিবিম্ব কোনটি হবে?

  • ESOR
  • ROSE
  • ROSE
  • কোনোটিই নয়

১৮৭. 1 A 3 C 5 E      ?

  • +
  • 7 G
  • 11 K
  • 10 P

১৮৮. একটি ট্রেন সেকেন্ডে চলে ২০ ফুট। একই দ্রুততায় ট্রেনটি ৩ সেকেন্ডে কত ফুট চলবে?

  • ১০০ ফুট
  • ১১০ ফুট
  • ৩০০ ফুট
  • কোনোটিই নয়

১৮৯. যাদের বুদ্ধ্যঙ্ক ১৪০ বা তার ঊর্ধ্বে তাদের বলা হয়—

  • অতিশয় প্রতিভাশালী
  • প্রতিভাশালী
  • সাধারণ
  • মানসিক প্রতিবন্ধী

১৯০. RESENT, RESERVE-এই শব্দগুলো কী?

  • একই অর্থে
  • বিপরীতধর্মী অর্থ
  • না এক না ভিন্ন অর্থ
  • কোনোটিই নয়

১৯১. ভালো-মন্দ কোন ধরনের মূল্যবোধ?

  • নৈতিক
  • অর্থনৈতিক
  • রাজনৈতিক
  • সামাজিক

১৯২. সুশাসনের পূর্বশর্ত কী?

  • নিরপেক্ষ আইন ব্যবস্থা
  • নিরপেক্ষ বিচার ব্যবস্থা
  • প্রশাসনের নিরপেক্ষতা
  • মত প্রকাশের স্বাধীনতা

১৯৩. ‘Utilitarianism’ গ্রন্থের লেখক কে?

  • জন স্টুয়ার্ট মিল
  • ইমানূয়েল কান্ট
  • বার্ট্রান্ড রাসেল
  • জেরেমি বেন্থাম

১৯৪. ‘সুশাসন’ প্রত্যয়টির উদ্ভাবক কে?

  • ইউরোপীয় ইউনিয়ন
  • আইএলও
  • বিশ্বব্যাংক
  • জাতিসংঘ

১৯৫. সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনে সুশাসনের কোন দিকটির উপর গুরুত্ব দেওয়া হয়েছে?

  • সামাজিক দিক
  • অর্থনৈতিক দিক
  • মূল্যবোধের দিক
  • গণতান্ত্রিক দিক

১৯৬. ‘জ্ঞান হয় পুণ্য’-এই উক্তিটি কার?

  • থেলিস
  • সক্রেটিস
  • এরিস্টটল
  • প্লেটো

১৯৭. নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষকে কী বলে?

  • শুদ্ধাচার
  • মূল্যবোধ
  • মানবিকতা
  • সফলতা

১৯৮. মূল্যবোধের উৎস কোনটি?

  • ধর্ম
  • সমাজ
  • নৈতিক চেতনা
  • রাষ্ট্র

১৯৯. ‘শর্তহীন আদেশ’ ধারণাটির প্রবর্তক কে?

  • এরিস্টটল
  • বার্ট্রান্ড রাসেল
  • হার্বার্ট স্পেন্সার
  • ইমানুয়েল কান্ট

২০০. সুশাসনের মূলভিত্তি-

  • গণতন্ত্র
  • আমলাতন্ত্র
  • আইনের শাসন
  • মূল্যবোধ